চ্যানেল খুলনা ডেস্কঃ এবার দাবি আদায়ে রাজপথে নেমেছে খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের সন্তানরা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে পঞ্চম দিনের মতো পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমিকরা।
তীব্র শীতকে উপেক্ষা করে বাবারা যখন দাবি আদায়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তখন ঘরে বসে থাকতে পারেনি তারা। তাই দাবি আদায়ে গতাকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাস্তায় নেমে মিছিল করে পাটকল শ্রমিকদের সন্তানরা।
এ সময় তারা ‘আমি শ্রমিকের সন্তান, আমার বাবা না খেয়ে মরতে বসেছে, আমার বাবাকে বাঁচাও’, ‘পাট শিল্প ধ্বংস হলে সোনার বাংলা ধ্বংস হবে’ ইত্যাদি স্লোগান দেয়।
প্লাটিনাম জুট মিলের শ্রমিক নুর ইসলামের কলেজ পড়ুয়া ছেলে জুয়েল বলেন, আমার বাবা দাবি আদায়ে অনশন করছে। পাঁচদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের ঘরেও তেমন কিছু নেই। কোচিং এর টাকা আমার অন্য বন্ধুরা পরিশোধ করেছে। কিন্তু আমি তা করতে পারিনি। যার কারনে লজ্জায় কোচিং এ যেতে পারছি না আমার পড়াশোনা সহ খাওয়া দাওয়া সবদিক থেকেই বর্তমানে আমরা খুব খারাপ অবস্থায় পার করছি।
তার মতো একই কথা বলে ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক আবুল কালামের ছেলে আরিফুর রহমান কচি, খালিশপুর জুট মিলের হাবিবের মেয়ে তানহা। তারাও দাবি আদায়ে রাজপথে নেমেছে।
এদিকে পাটকল শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে খুলনা বিএনপি। বৃহস্পতিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।