করোনা প্রকোপকালীন সময়ে সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে এবার বৃষ্টির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চর মোছাব্বাতপুর গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আঃ সালাম,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স.ম জাহাঙ্গীর,ইউপি সদস্যা শিরিন আক্তার,স্বেচ্ছাসেবকলীগ নেতা মঈনউদ্দিন, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু,ছাত্রলীগ নেতা এসএম রিয়াজ, সাব্বির সাজ্জাদ সাজু, ইমন প্রমূখ।উল্লেখ্য রূপসা উপজেলার বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ ও গরীবদের মাঝে সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে করোনাকালীন পরিস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।-খবর বিজ্ঞপ্তি