সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এবার ভোটে লড়াই নামছে প্রিয়াঙ্কা গান্ধী | চ্যানেল খুলনা

এবার ভোটে লড়াই নামছে প্রিয়াঙ্কা গান্ধী

ভোটের লড়াইয়ে হাতেখড়ি হলো প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। নাম ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো কেরালার ওয়েনাডে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আসন্ন লোকসভা উপনির্বাচনে ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা। ২০১৯ সাল থেকে ওই আসনটি ছিল প্রিয়াঙ্কার দাদা রাহুল গান্ধীর দখলে। এবার সেখানে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা।

বুধবার (২৩ অক্টোবর) মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ওয়েনাডেতে পথসভাও করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তাঁকে দেখতে ভিড় করেন নেতা-কর্মীরা। এদিন নিজের জন্য প্রথম নির্বাচনী বক্তৃতাও করেন।

বুধবার মা সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দাদা রাহুল, দলের নেতা কেসি বেণুগোপাল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের সঙ্গে ওয়েনাড রওনা দেন প্রিয়াঙ্কা। পথসভার পর বক্তৃতার পর মনোনয়নপত্র জমা দিতে যান। এর পর রাহুল গান্ধীর সঙ্গেও পথসভা করেন তিনি।

নির্বাচনী রাজনীতিতে অভিষেক বক্তৃতায় তিনি বলেন, ‘১৯৮৯ সালে ১৭ বছর বয়সে প্রথম বাবার জন্য প্রচারে গিয়েছিলাম। গত ৩৫ বছরে কখনো মা, কখনো দাদা, কখনো সহকর্মীদের হয়ে প্রচারে গিয়েছি। এই প্রথম নিজের জন্য প্রচার করছি। গোটা দুনিয়া যখন আমার দাদার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আপনারা পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা তাঁকে শক্তি ও সাহস জোগান দিয়েছেন, লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। আমার গোটা পরিবার আপনাদের কাছে ঋণী থাকবে চিরকাল। যদি সুযোগ দেন, তবে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের হবে।’

  • প্রিয়াঙ্কার হয়ে আজ প্রথম সভা করেন রাহুলও। তিনি বলেন, ‘বাবা মারা যাওয়ার পর বোনই মায়ের দেখভাল করেছে। বাবা মারা যাওয়ার সময় বোনের বয়স ছিল মাত্র ১৭ বছর। কিন্তু ওই কঠিন সময়ে প্রিয়াঙ্কা শক্ত হাতে হাল ধরেছিল। পরিবারের জন্য সবকিছু বিসর্জন দিতে পারে ও। আপনাদের এত কিছু বলছি কারণ, ওয়েনাডের মানুষকে নিজের পরিবার মনে করে প্রিয়াঙ্কা। নিজের হাতে রাখি তৈরি করে পরায় প্রিয়াঙ্কা। না ছেঁড়া পর্যন্ত খুলি না আমি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার বোনকে দেখবেন দয়া করে। আমি জানি, ওয়েনাডের মানুষের জন্য নিজেকে উজাড় করে দেবে ও। মনে রাখবেন, আমিও আপনাদের প্রতিনিধি। আমিও এখানে আসব, আপনাদের হয়ে কাজ করব।’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার ওয়েনাডে প্রার্থী হন রাহুল। সে বছর অমেঠীতে পরাজিত হলে, ওয়েনাড তাঁর মুখরক্ষা করে। এ বছর লোকসভা নির্বাচনে ওয়েনাড এবং মা সনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলী—দুই কেন্দ্রেই প্রার্থী হন রাহুল। দুই কেন্দ্রেই জয়ী হন তিনি। শেষ পর্যন্ত রায়বরেলী আসনটি ধরে রেখে ওয়েনাড ছেড়ে দেন। রাহুল যদিও গোড়াতেই জানিয়েছিলেন, আসনটি ছাড়লেও ওয়েনাড ছাড়ছেন না তিনি। আজীবন ওয়েনাডের মাটির সঙ্গে যুক্ত থাকবেন। সেই মতোই ওয়েনাডে প্রিয়াঙ্কাকে প্রার্থী করে চমকে দেন সকলকে।

আদ্যোপান্ত রাজনৈতিক পরিবারের সদস্য হলেও জীবনের অধিকাংশ সময় সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রিয়াঙ্কা। দলের হয়ে প্রচারে অংশ নিলেও, নিজে প্রার্থী হওয়ার ইচ্ছে কখনো প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। এমনকি উত্তর প্রদেশে দলের দায়িত্ব যখন কাঁধে পান, সেই সময়ও নিজেকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখেন তিনি। কিন্তু এ বছর লোকসভা নির্বাচনের সময় থেকেই তাঁকে প্রার্থী করার দাবি জোরাল হতে থাকে। নির্বাচনের পর ওয়েনাডে প্রাকৃতিক বিপর্যয় নেমে এলে রাহুলের সঙ্গে সেখানে ছুটে যান প্রিয়াঙ্কাও। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো থেকে ক্ষয়ক্ষতি নিরীক্ষণ, সবেতে যুক্ত ছিলেন তিনি। সেই থেকেই উপ নির্বাচনে ওয়েনাডের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম উঠে আসতে শুরু করে। মনোনয়নপত্র জমা দিয়ে সেই লড়াইয়ে অংশ নিলেন প্রিয়াঙ্কা।
আগামী ১৩ নভেম্বর ওয়েনাডে নির্বাচন। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সাবেক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে জখম

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন জামায়াত আমিরের

অসহায় মানুষের উন্নয়নে কাজ করছে জামায়াত: গোলাম পরওয়ার

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

তারেক রহমানের ছবি ব্যাবহার করে কুপন বিক্রি করায় ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।