মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার (২১ ডিসেম্বর)। সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের আলহাজ¦ লিয়াকত আলীমিলনায়তনে এ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্তসভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিকইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা সাংবাদিকইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিকইউনিয়ন-বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। আমন্ত্রিত অতিথি থাকবেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা মহানগরীর আহবায়ক এস এম শফিকুল আলম মনা,বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপির খুলনা মহানগরীর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও বাংলাদেশজামায়াতে ইসলামীর খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। সভায়সভাপতিত্ব করবেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো.আনিসুজ্জামান। সঞ্চালক থাকবেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। এদিকে আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবেরআলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৬৭ জন ভোটার তাদেরভোটাধিকার প্রয়োগ করে সৎ, যোগ্য ও বলিষ্ট নেতৃত্ব নির্বাচিত করবেন। এ নির্বাচনে ছয়টিপদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহ-সভাপতি পদে একজন মাত্র প্রার্থী থাকায় দৈনিকপ্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতিপদে দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক মানব জমিনেরখুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম ও বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ারপারভেজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ওইনডেপেনডেন্ট টিভির খুলনা ব্যুরো প্রধান এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদেদৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মাকসুদ আলী ও দৈনিক সময়ের খবরের সিনিয়ররিপোর্টার মো. আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টারখলিলুর রহমান সুমন ও এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান মো. রকিবুল ইসলাম মতি এবংনির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিকপ্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত ও দৈনিক আমার দেশ এর ফটো সাংবাদিকমো. সেলিম গাজী।এমইউজেনির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়নের সিনিয়র সদস্য ওফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দুইজন সদস্যরয়েছেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এমআলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর এমইউজে খুলনারনির্বাচন অনুষ্ঠিত হয়।