সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এমপিও তালিকায় বাদপড়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের পক্ষে নবাগত মাউশি'র মহাপরিচালকে স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

এমপিও তালিকায় বাদপড়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের পক্ষে নবাগত মাউশি’র মহাপরিচালকে স্মারকলিপি প্রদান

এমপিও ভুক্ত তালিকায় বাদপড়া বেসরকারি ডিগ্রি কলেজের ২০১০ থেকে ২০১৬ এর মধ্যে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ডিগ্রি তৃতীয় শিক্ষকদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নবাগত মহাপরিচালক প্রফেসর ড. নেহাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও এমপিও ভুক্তির দাবী জানিয়ে স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় শিক্ষা ভবনে মহাপরিচালকের কার্যালয়ে ডিগ্রি তৃতীয় শিক্ষক ফেডারেশনের ব্যানারে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মাউশি’র মহাপরিচালক দ্রুত
এমপিও ভুক্তির তালিকায় বাদপড়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি করণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

স্মারক লিপি সূত্রে জানা গেছে, মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’র আন্তরিকতায় ২০২১ সালের ৭ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজে বিধিমোতাবেক ২০১০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ডিগ্রি তৃতীয় শিক্ষক পদে নিয়োগকৃত ৭৭০ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কিন্তু এই তালিকায় সারা দেশের বিভিন্ন এমপিওভুক্ত ডিগ্রি কলেজে বিধিমোতাবেক ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে নিয়োগকৃত প্রায় ২০০/২৫০ শিক্ষকের নাম অন্তর্ভুক্তকরণ বাদ পড়ে যায়। একই সাথে প্রকাশিত তালিকায় এমপিওভুক্তির শর্ত উপেক্ষা করে নানা ধরনের ভুল ও অসংগতিপূর্ণ নাম উল্লেখ করা হয়। এ সমস্ত অসংগতির মধ্যে রয়েছে এক কলেজ ও শিক্ষকের নাম একাধিকবার প্রকাশ, ইতোপূর্বে সমন্বয়ের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকের নাম অন্তর্ভুক্ত, অনার্স-মাস্টার্স শিক্ষক, ননএমপিও ডিগ্রি কলেজের শিক্ষক, সদ্য জাতীয়করণকৃত কলেজ শিক্ষকের নাম অন্তর্ভুক্তিসহ বিভিন্ন ধরনের অসংগিত রয়েছে।

এ ব্যাপারে ডিগ্রি তৃতীয় শিক্ষক ফেডারেশনের সমন্বয়কারী লাবু সরকার জানান, নবাগত ডিজি মহোদয় দ্রুত সময়ের মধ্যে এমপিও প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন। একই সাথে ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে ফলপ্রসু যোগাযোগ হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা টুকুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফকিরহাট স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।