বাগেরহাটের মোরেলগঞ্জে জোরপূর্বক জমি দখল করে ঘের করার বিষয়ে সংসদ সদস্যের কাছে অভিযোগ করার এক পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জানুয়ারি ) বেলা ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত বারেক হাওলাদার (৬০), তার স্ত্রী হালিমা বেগম (৩৭), ছেলে কলেজছাত্র মেহেদী হাসান (২১) ও নাঈম হোসেনকে (১৯) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জিউধরা বাজার এলাকায় আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের শান্তনা ও সহযোগীতা দিতে স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ সেখানে যান। ওই সময় বারেক হাওলাদার ও তার স্ত্রী তাদের জমি দখল করে ঘের করার বিষয়ে প্রতিকার চেয়ে এমপির কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বারেক হাওলাদার, তার স্ত্রী ও ছেলেদের ওপর হামলা করে দুর্বত্তরা। সংসদ সদস্য ঘটনাটি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে থানা পুলিশ মালেক গাজী নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগের বাদি হালিমা বেগম বলেন, এমপির কাছে অভিযোগ করায়, মালেক গাজীর নেতৃত্বে ৬/৭ জনের একটি দল তার পরিবারের সকলকে পিটিয়ে আহত করে। নিশানবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক গাজী বলেন, মারপিটের কোন ঘটনা ঘটেনি। বাক বিতান্ডা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মারপিটের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত আছে।