সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। বৃহষ্পতিবার বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ ভবনে উক্ত শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দরা। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ, আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এস,এম নাসির উদ্দীন, এম,এ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, দিপঙ্কর বিশ্বাস, বায়েজীদ বোস্তামী উজ্জ্বল, কেএম রেজাউল করিম, সহযোগী সদস্য ফরহাদ হোসেন সবুজসহ সকল সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।