সিলেটের ১২৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের দুই মাসের বেশি সময় পর বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হলো।
পুলিশের দেয়া চার্জশিটে গণধর্ষণে জড়িত ৬ জনের নাম এবং সহযোগী হিসেবে দুই জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে ৩০ নভেম্বর আসামিদের ডিএনএ’র রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এক দম্পতি নিজেদের গাড়ি নিয়ে এমসি কলেজ এলাকায় বেড়াতে যান। একদল তরুণ স্ত্রীকে উত্ত্যক্ত করলে প্রতিবাদ করেন স্বামী। একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনকেই গাড়িসহ জোর করে ছাত্রাবাসের দিকে তুলে নিয়ে যান তারা। এরপর স্বামীকে আটকে রেখে তরুণীকে কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ করেন ওই তরুণেরা।
এ ঘটনায় তরুণীর স্বামী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন। ঘটনায় জড়িত তরুণেরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে ছয় জনসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে অভিযুক্তরা সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আদালতে।