মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তেঁতুল বাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় অত্র বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সাহেব আলী মোল্লা ও মোল্লাহাট উপজেলা একাডেমিক সুপার রামপদ বিশ্বাস।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেম কালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন-আওয়ামীলীগ নেতা সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জিকরুল আলম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, হাজী শাহাবুদ্দিন শেখ, প্রধান শিক্ষক খলিলুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা আয়ূব আলী মোল্লা, সহিদ মোল্লা, প্রধান শিক্ষক এস,এম, সোহেল রানা, প্রধান মিক্ষক সেখ সোহেলা রানা, প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি মুকুল মিয়া, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু, তুষার মিয়া ও শ্রমিকলীগ নেতা নান্টু মিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান।