২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল দুপুর ১২:৩০ টায় নগরীর বয়রা নতুন রাস্তা মোড়ে এসএসসি শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা চৌধুরি রায়হান ফরিদ, মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম প্রিন্স, মারুফুজ্জামার ড্যানি, আলী আকবর শিমুল, রাশেদুল ইসলাম, রুবায়েত ইসলাম জুয়েল, সাব্বির হোসেন, আরাফাত হোসেন, ইবনুল হাসান, আশিকুজ্জামান তানভীর, শংকর কুন্ডু, আমিনুল ইসলাম শাওন, অভিজিৎ সরকার রাহুল, মুক্তাজুল ইসলাস সোহাগ, জনি বসু, আতিকুর রহমান সোহাগ, শামিম হোসেন প্রমুখ।