চ্যানেল খুলনা ডেস্কঃএসএ গেমসে স্বর্ণজয়ী দলের সদস্য প্রমীলা ক্রিকেটার রিতু মনিকে সংবর্ধনা দিয়েছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলাবাসী ও তার শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার বাড়ইপাড়া গ্রামের মোজাম্মেল হক ও রাজিয়া বেগমের সন্তান রিতু মনি। এক ভাই ও তিন বোনের মধ্যে রিতু মনি তৃতীয়। ১২ বছর বয়সে মারা যায় বাবা মোজাম্মেল হক। ১৭ বছর বয়সে মারা যায় মা রাজিয়া বেগম। তিন বোনকে অতিকষ্টে লেখাপড়া শেখানোর পাশাপাশি রিতু মনিকে খেলাধুলায় উৎসাহিত করেন বড়ভাই জুয়েল। জুয়েলের প্রচেষ্টায় রিতু মনি সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও বি.এ ডিগ্রি অর্জন করে। পাশাপাশি চালিয়ে যায় খেলাধুলা।
২০১০ সালে রাজশাহী, ২০১১ সালে ঢাকায় উত্তীর্ণ হওয়ার পর ২০১২ সালে রিতু মনি স্থান করে নেয় জাতীয় মহিলা ক্রিকেট টিমে। প্রমীলা দলের খেলোয়াড় হিসেবে রিতু মনি এসএ গেমসে অংশগ্রহণ করে স্বর্ণজয় করেছে। সারিয়াকান্দি ডিগ্রি কলেজের কৃতি ছাত্রী রিতু মনিকে সংবর্ধনা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষের কক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ সাইদুজ্জামান বলেন, রিতু মনি আমাদের কলেজের শিক্ষার্থী, সে আমাদের কলেজের অহংকার। রিতু মনির এই সাফল্যকে কলেজের শিক্ষার্থীদের সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করার জন্য এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য ‘রিতুমনি ক্রিড়া কক্ষ’ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।