সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল ইলেকশনের জন্য : ড. কামাল | চ্যানেল খুলনা

ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল ইলেকশনের জন্য : ড. কামাল

অনলাইন ডেস্কঃজাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘ঐক্যফ্রন্ট নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছিল। এখন জনগণের সঙ্গে ঐক্য দরকার।

আজ সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে দেশের বন্যা পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সরকারবিরোধী সবচেয়ে বড় জোট জাতীয় ঐক্যফ্রন্ট কোনো কাজ করছে না কেন-সাংবাদিকদের আরেক প্রশ্নের একই উত্তর দেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ইলেকশনকে সামনে রেখে কয়েকটা রাজনৈতিক দল নিয়ে ঐক্যফ্রন্ট হয়েছিল। এখন বন্যা মোকাবিলায় আমাদের জনগণের ঐক্য দরকার।’

সংবাদ সম্মেলনে আয়োজক গণফোরামের পক্ষ থেকে দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সরকারের ত্রাণ কার্যক্রমকে ‘প্রহসন’ বলে উল্লেখ করা হয়।এ বিষয়ে গণফোরাম সভাপতি বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরেও বন্যার সময়ের সংকটের সমাধান আসছে না। সরকার কোনোভাবেই বন্যা পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারছে না। এই পরিস্থিতি মোকাবিলায় সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আয়োজন করা অপরিহার্য।

সংবাদ সম্মেলনে গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘গত কয়েকদিন ধরে কুড়িগ্রামে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আ আমিনের নেতৃত্বে কয়েকটি রিলিফ টিম কাজ করছে। সেখানে অনেক প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছেনি। খাবার নেই, ওষুধ নেই, পানিও নেই। কুড়িগ্রামের ৭০ দশমিক ৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে। অথচ বন্যাদুর্গত ১২ লাখ লোকের জন্য দেড় সপ্তাহে সরকারের বরাদ্দ হয়েছে জনপ্রতি মাত্র ১ টাকা ১২ পয়সা, ৬৬ গ্রাম চাল ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার। এটি রিলিফের নামে প্রহসন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।