বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ ওজোপাডিকো লিঃ, খুলনা দপ্তরের সকল শ্রমিক কর্মচারীর আর্থিক ক্ষতি সাধনের প্রতিবাদে অদ্য ১৭/০৭/২০২১ইং তারিখ রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ রেজি: নং- বি-২১৩৮ সিবিএ, কেন্দ্রীয় কার্যালয়ে ১ নং শের-এ-বাংলা রোড এ এক জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিবিএ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, শেখ আলমগীর, আরো উপস্থিত ছিলেন। খুলনাস্থ কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা সার্কেল কমিটি, খুলনা মহানগর কমিটি, খুলনা উপ-শাখা কমিটি নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন ওজোপাডিকো লিঃ এর বর্তমান উদ্ধতন কর্তপক্ষের নিকট শ্রমিক কর্মচারীর যে প্রত্যাশা ছিল। তা ব্যাহত হচ্ছে সাবেক অযগ্য দূনীতি পরায়ন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দীন এর উত্তর সরি হিসাবে কায্যক্রম পরিচালনায় শ্রমিক অঙ্গন হতাশ। স্মারক নং- ২৭.২২.৪৭৮৫.১০৪.৮৬.০০০.২০২১.১৩৬৭, তারিখ- ৩০/০৬/২০২১ইং। নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত দপ্তরাদেশ এর দ্বারা বিবিবি-৪, দপ্তরের সকল শ্রমিকের আর্থিক সীমাহীন ক্ষতি করা হইয়াছে। যাহা বাংলাদেশ শ্রম আইন বিরোধী ওজোপাডিকো লিঃ এর সার্ভিস রুল পরিপস্থি ও মানব অধিকার খুন্ন বিধায় বক্তাগণ দপ্তরাদেশ এর বিরুদ্ধে তিব্য ক্ষোভ ও নিন্দা গ্যাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন। শ্রম বান্ধব সরকার সফল মাননীয় প্রধানমন্ত্রী যখন মহামারীর সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক মানষিক সহযোগিতা করছেন। ঠিক সেই সময়ে জীবন বাজী রেখে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সচল রেখে যারা দিন রাত কাজ করে যাচ্ছে। তাদের অযৌতিক ভাবে আর্থিক ক্ষতি সাধন করা সরকারের সাফল্যকে প্রশ্নবিদ্ব করায় অপচেষ্টা কারীদের শাস্তির দাবী জানান এই সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শ্রমমন্ত্রী, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য- খুলনা ২, শেখ সালাউদ্দিন জুয়েল মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দল খালেক, এম ডি এ বাবুল রানা, সাধারণ সম্পাদক খুলনা মহানগর, মহাদয় গনের সু-দৃষ্টি কামনা করেন। আরো বলেন ওজোপাডিকোর উদ্ধতন কর্তৃপক্ষের বরাদ দিয়ে নির্বাহী প্রকৌশলী বিবিবি-৪, খুলনা। যে দপ্তর আদেশ করিয়াছেন সেই দপ্তর আদেশটি অনতি বিলম্বে প্রত্যাহারের অনুরোধ জানান। অন্যথায় শ্রমিক কর্মচারীর ক্ষোভ সৃষ্টি শ্রমিক আন্দোলন সহ যে কোন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেন। অতপর সভার সভাপতির সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।-প্রেস বিজ্ঞপ্তি