বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সাংগঠনিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড যুবলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন পত্র বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বুধবার নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর নির্দেশনায় সাংগঠনিক কমিটির পক্ষথেকে এই সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ জুন ’২২ ইং তারিখ হতে ৩০ জুন ’২২ ইং তারিখ পর্যন্ত যথারীতি দলীয় কার্যালয়ে সন্ধ্যা ০৭টা থেকে রাত ০৯টা পর্যন্ত আবেদন পত্র গ্রহন ও বিতরণ করা হবে। এই সময়সীমার মধ্যে সদর থানা, সোনাডাঙ্গা থানা ও খালিশপুর থানার অন্তর্গত ২১ টি ওয়ার্ড (সদর থানার ২২, ২৩, ২৪, ৩০, ৩১ সোনাডাঙ্গা থানার ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ওয়ার্ড এবং খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড) এর প্রার্থীরা আবেদন পত্র গ্রহণ ও জমা দিতে পারবেন।
উল্লেখ্য, ৩০ জুন ’২২ রাত ০৯টার পর আর কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না।