চ্যানেল খুলনা ডেস্কঃপেসারদের দাপটে জমে উঠেছে হেডিংলি টেস্ট। প্রথম দিন আর্চারের পেসে ১৭৯ রানে বিধ্বংস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর সৌজন্যে ৪৫ রানে ছয় উইকেট হারিয়েছে ইংল্যান্ড। স্লিপে থাকা ওয়ার্নারের হাতে এসেছে চারটি ক্যাচ। উইকেটরক্ষক পেইন ধরেন বাকি দুইটি ক্যাচ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ছয় উইকেটে ৫৪ রান।
জশ হ্যাজেলউডের মাধ্যমে ব্রেক থ্রু পায় সফরকারী অস্ট্রেলিয়া। দশ রানে ফিরে যান ওপেনার জেসন রয়। অজি ডানহাতির ফুল লেংথের বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন জেসন। দ্বিতীয় উইকেটে কোন রান যোগ করতে পারেনি ইংলিশরা। অধিনায়ক জো রুটও ধরা পড়েন ওয়ার্নারের হাতে। বোলারও ছিলেন হ্যাজেলউড।
এবারের সিরিজে বার্নস ও ডেনলি একাধিকবার দলের হার ধরেছেন। আজও ইংলিশ সমর্থকরা বুক বেঁধে আশা করেছিল তাদের জন্য। তবে কামিন্সের বাউন্সারে প্যাভিলিয়ন ছাড়েন বার্নস। আগের ম্যাচের নায়ক বেন স্টোকস আউট আট রানে। দলে ফিরে প্রথম ওভারেই প্যাটিনসন তুলে নেন স্টোকসের উইকেট।
দলের হয়ে একমাত্র দুই অঙ্ক স্পর্শ করা জো ডেনলিকেও আউট করেন প্যাটিনসন। ১২ রানে উইকেটরক্ষকের পেইনের কাছে ক্যাচ তুলে দেন তিনি। বেয়ারস্টোকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন হ্যাজেলউড। প্রথম সেশন শেষে ১২৫ রানে পিছিয়ে ইংলিশ শিবির। জস বাটলার চার রানে ও ক্রিস ওকস পাঁচ রানে অপরাজিত।