সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ওয়ালটন খুলনা মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে রূপসা টাইগার্স ও মধুমতি চ্যালেঞ্জার্স | চ্যানেল খুলনা

ওয়ালটন খুলনা মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে রূপসা টাইগার্স ও মধুমতি চ্যালেঞ্জার্স

খুলনা প্রেসক্লাব আয়োজিত ওয়ালটন খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামোন্টের ফাইনালে উঠেছে রূপসা টাইগার্স ও মধুমতি চ্যালেঞ্জার্স। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দল দু’টি টানা দ্বিতীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
দিনের প্রথম ম্যাচে রূপসা টাইগার্স ৪০ রানের বড় ব্যাবধানে ভৈরব রাইডার্সকে পরাজিত করে। এই ম্যাচে আগে ব্যাট করে তন্ময়ের অপরাজিত ৮৮ রানে ভর করে রূপসা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাড় করায়। শুরুতে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারালেও হাসান মোল্লা ও তন্ময় জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এর মধ্যে তন্ময় ছিলেন অনবদ্য। ওয়ান ডাউনে খেলতে নেমে তন্ময় মাত্র ৬৯ বলে ৮৮ রানে অপরাজিত থেকে দলের বড় সংগ্রহে বড় ভূমিকা রাখেন। ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিলো তার ইনিংসটি। এছাড়া ৪৯ বলে ২টি বাউন্ডারির সাহায্যে দারুন কার্যকরী ইনিংস খেলেন হাসান মোল্লা। ভৈরব টাইগার্সের হয়ে উইকেট দুটি নেন রঞ্জু ও বশির।
জবাবে ব্যাট করতে নেমে ভৈরব রাইডার্স শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর রঞ্জু ও বশির ব্যাট হাতে দলকে সামনে এগিয়ে নিলেও জয়ের নাগাল পর্যন্ত নিতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সমর্থ হয় ভৈরব রাইডার্স। দলের বশির ৪০ বলে ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন। আর ৪৪ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন অধিনায়ক রঞ্জু। বিজয়ী দলের বিমল ২টি এবং পাখি ও প্রিন্স একটি করে উইকেট নেন। অপরাজিত ৮৮ রানের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের তন্ময়।
দিনের দ্বিতীয় ম্যাচে মধুমদি চ্যালেঞ্জার্স ৫ উইকেটে শিবসা ওয়ারিয়র্সকে পরাজিত করে। এই ম্যাচে আগে ব্যাট করে শিবসা ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের হয়ে অনিক সর্বোচ্চ ৪৫ রান করেন। ৫৬ বলে ২টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে কাজী শান্ত’র ব্যাট থেকে। সমান ৩৩ বলে ২টি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি ছিলো তার ইনিংসে। প্রতিপক্ষের ফেরদাউস ২টি এবং মোহাম্মদ আলী সনি ও প্রশান্ত একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মধুমতি চ্যালেঞ্জার্স। তবে শেষদিকে এসএম কামাল ও মেহেদীর দৃঢ়তায় ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মধুমতি চ্যালেঞ্জার্স। মেহেদী মাত্র ২২ বলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে অপরাজিত থাকেন। আর কামাল ৪৪ বলে একটি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান প্রশান্ত ৩৩ বলে ২৩ রান করেন। প্রতিপক্ষের অধিনায়ক রকিবুল ইসলাম মতি ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন মিলন ও রাফিউল ইসলাম টুটুল। ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের মেহেদী।
প্রথমবারের মতো আয়োজিত ফ্রাঞ্চাইজি ভিত্তিক এ ক্রিকেট প্রতিযোগিতায় মোট ৪টি অংশ গ্রহণ করছে। আগামী ১০ নভেম্বর ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

ফক্স নিউজ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, কে এই ক্যারোলিন?

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার কমিটি গঠন

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মাহানগর শাখার নেতৃবৃন্দ

খুলনা প্রেসক্লাবের উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শোক সভা

খুলনায় দৈনিক রূপালী বাংলাদেশ’র শুভ সূচনা উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।