পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ওয়াহেদ ম্যানশনের দোতলার কেমিক্যাল গোডাউন থেকে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে তার দফতরে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি) প্রদীপ রঞ্জন চক্রবর্তী এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, কোনো সিলিন্ডার বিস্ফোরিত হয়নি এবং বৈদ্যুতিক শট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়নি। ওই ভবনের দোতলার কেমিক্যাল গোডাউনে কোনও লিকেজ থেকে আগুনের শুরু হয়।
এব্যাপারে প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, তদন্ত প্রতিবেদন মন্ত্রীর কাছে জমা দিয়েছি। এ বিষয়ে যা বলার তিনি বলবেন।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, আগামীকাল শুক্রবার গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে তিনি।
প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ৭১ জন।