কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ জুনায়েদ (১৯) নামের রোহিঙ্গা যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) ক্যাম্প-৮ ওয়েস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প – ৮ ওয়েস্ট এর আই-১৮ ব্লকে অভিযান পরিচালনা করে আবদুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান,৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ারকৃত রাইফেলের গুলি, ১৯টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়। মো. ইকবাল বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।