সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কখন, কোথায়, কবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ | চ্যানেল খুলনা

কখন, কোথায়, কবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এই সফরটা কাঙ্ক্ষিত ছিল অনেক। করোনাভাইরাসে যখন থমকে ছিল সব, তখন আন্তর্জাতিক ক্রিকেট ছিল দূরের কল্পনা। ধীরে ধীরে সে বাস্তবতা থেকে বেড়িয়েছে বিশ্ব, ক্রিকেটও ফিরছে পুরনো রূপে। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড সিরিজ দিয়ে নতুন বাস্তবতায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে।

বাংলাদেশও গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো তামিম ইকবালরা খেলতে গিয়েছেন দেশের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছেড়েছে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)।

কোয়ারেন্টাইন ও প্রস্তুতির জন্য প্রায় ১ মাস আগে নিউজিল্যান্ড গিয়েছে দল। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প হবে মুশফিক-তামিমদের। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর ৭ দিন হোটেলে বন্দী থাকতে হবে ক্রিকেটারদের, এই সময়ে প্রতিদিন এক ঘণ্টা করে ব্যয়াম বা হাঁটাহাঁটির সুযোগ দেওয়া হবে। এরপরের ৭ দিন অনুশীলনের সুযোগ পাবেন তামিম ইকবালরা।

আগামী ২০ মার্চ ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডে খেলবে অধিনায়ক তামিম ইকবালের দল। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়, পরেরটি সকাল সাতটায় হওয়ার পর শেষ ওয়ানডে হবে ভোর চারটায়।

এরপর তিনটি টি-টোয়েন্টি হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। টি-টোয়েন্টি তিনটি হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও ওয়েলিংটনে। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল সাতটায় হলেও পরের দুইটি হবে দুপুর বারোটায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশন, তীব্র বাতাস ও শীত। করোনার পর প্রথম বিদেশের মাটিতে সিরিজ। পরিসংখ্যানেও নেই শুভ বার্তা, নিউজিল্যান্ডে কখনো জেতেনি টাইগাররা। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ অনেক। তবে সবকিছু উতরে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই দেশ ছেড়েছেন তামিম ইকবালরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি

ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম ওয়ানডে ২০ মার্চ ডানেডিন ভোর চারটা
দ্বিতীয় ওয়ানডে ২৩ মার্চ ক্রাইস্টচার্চ সকাল সাতটা
তৃতীয় ওয়ানডে ২৬ মার্চ ওয়েলিংটন ভোর চারটা
প্রথম টি-টোয়েন্টি ২৮ মার্চ হ্যামিল্টন সকাল সাতটা
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ার দুপুর বারোটা
তৃতীয় টি-টোয়েন্টি ১ এপ্রিল ওয়েলিংটন দুপুর বারোটা

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

টি-টোয়েন্টিতে বেশি ঝোঁক তরুণদের

চতুর্থবার নিষিদ্ধ কিউই পেসার, তবে এবার ভিন্ন কারণে

তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা

ফ্রান্স-ইসরাইল ম্যাচ ঘিরে প্যারিসে নিরাপত্তা জোরদার

আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।