করোনা ভাইরাস সংক্রমনের উর্ধ্বগতি করোনার ২য় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ ঠেকাতে কয়রায় ৬ষ্ঠ দিনে সকাল থেকে সর্বাত্মক লকডাউন কার্যকর হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে কঠোর লকডাউন কার্যকর করার জন্য বহু রাস্তায় বেরিকেড বসিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কয়রা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোষ্ট বসিয়েছে। এসব চেক পোষ্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং
রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যে সব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোষ্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল কঠোর লকডাউন কার্যকর করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে। রাস্তায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অধিকাংশ মানুষকে বিনা কারণ ছাড়া বাড়ী থেকে বের হলে তাদেরকে ফিরতি পথে ফিরিয়ে দেয়া সম্ভব হলেও অনেক বাজারে আসা মানুষ কারণ ছাড়াও মিথ্যা অকারনে মিথ্যা কথা বলে বাজারে প্রবেশ করছে। এছাড়াও অনেকে প্রশাসনের অগোচরে দোকানপাট খুলে বাইরে বসছে। বিষয়গুলোকে আরো বেশি কঠোর নজরদারিতে আনার জন্য কটোর অবস্থান নিয়েছে সপ্তাহব্যাপী লকডাউনের ৬ষ্ঠ দিনেও কয়রা উপজেলা প্রশাসন ও কয়রা থানা পুলিশ। লক্ষ্য করা গেছে কয়রা সদর কয়রা প্রেসক্লাব মোড় ও জালালের মোড় সহ মূল সড়কগুলোর মোড়গুলোতে বাঁশ দিয়ে এই সাময়িক ব্যারিকেড তৈরি করা হয়েছে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জানান, সরকারিভাবে ঘোষিত কঠোর লকডাউন কে মানাতে উপজেলা প্রশাসন ও কয়রা থানা পুলিশ সর্বদাই মাঠে কঠোরভাবে অবস্থান নিবে এবং সাধারণ এলাকাবাসীকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই কঠোর লকডাউন মানতে বাধ্য করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যহত থাকবে।