কথাশিল্পী সমরেশ মজুমদার শ্বাসকষ্ট নিয়ে কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শুক্রবার নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ায় সমরেশ মজুমদারের পরিবার কোনোরকমের ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়।
হাসপাতাল সূত্রে স্থানীয় গণমাধ্যম জানায়, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। ইতোমধ্যে তার এক্স-রে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে।
এর পাশাপাশি তার করোনা পরীক্ষাও করা হয়েছে।
কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে ২০২১ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই লেখক। সেই সময় তাকে ভেন্টিলেশনও রাখা হয়েছিল।
সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ ডুয়ার্সের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘দৌড়’। এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি।
তার সেরা সৃষ্টি হয়ে রয়েছে ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ ট্রিলজি।
১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার অর্জন করেন সমরেশ মজুমদার।