মানবাধিকার সংগঠকদের সমন্বয়ে সম্প্রীতি ফোরাম, খুলনা এর উদ্যোগে সিটি এলাকার করণাকালিন অসহায় দুঃস্থ দলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ সময়ে বক্তব্য রাখেন সম্প্রীতি ফোরাম খুলনা এর সচিব বিকাশ কুমার দাশ, মোঃ সাবির খান, আহ্বায়ক, ত্রাণ ও সাহায্য কমিটি, সম্প্রীতি ফোরাম, যুগ্ম আহবায়ক ইসরাত হীরা, নির্বাহী সদস্য সালমা জাহান মনি এবং দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।বক্তারা অংশগ্রহণকারীদের নিয়ম মেনে মাস্ক পরা, হাত ধোয়া এবং টিকা গ্রহণের জন্য আহ্ববান জানান।
দলিত প্রধান কার্যালয় এ অনুষ্ঠিত কার্যক্রমে সহায়তা করেন মানুষের জন্য ফাউন্ডেশন, ইউকে এইড এর সহায়তায় পরিচালিত CIEDER প্রকল্পের কর্মকর্তা জুলি , লক্ষ্মী, পার্থ দে, সন্তোষ দাস প্রমুখ।