সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনাকালে মিডিয়ায় প্রথম বিয়ে! | চ্যানেল খুলনা

করোনাকালে মিডিয়ায় প্রথম বিয়ে!

চ্যানেল খুলনা ডেস্কঃচলমান করোনাকাল কিংবা গৃহবন্দি সময়ে দেশজুড়ে বিয়ের ঘটনাও ঘটেছে অনেক। সেটি নিয়ে অনেক ট্রল হয়েছে, হয়েছে থানা-পুলিশও। আবার একই কারণে জীবন দিয়েও মূল্য দিতে হয়েছে অনেক উচ্চবিত্ত পরিবারকে।

তবে এ বিষয়ে সাংস্কৃতিক অঙ্গন গেল আড়াই মাস বেশ সচেতনতার পরিচয় দিয়েছে। এরমধ্যে একটি ভাঙন (অপূর্ব) আর একটি বিয়ের খবর (নুসরাত ফারিয়া) মিলেছে। খবর করোনাকালে প্রকাশ হলেও দুটোই ঘটেছে আগেই। সেসব হিসেবে এবারই প্রথম করোনাকালে মিডিয়ার প্রথম কোনও বিয়ের ঘটনা ঘটলো।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিয়েবন্ধনে আবদ্ধ হলেন চলচ্চিত্রকার নোমান রবিন ও পুষ্টিবিদ নায়লা বারী।
নোমান রবিন বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকালে উভয় পরিবারের মাত্র ৪ জন সদস্যের উপস্থিতিতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নোমান রবিন বলেন, ‘আমাদের বন্ধুত্বের বয়স প্রায় ৪ বছর হতে চললো। এই সময়ে আমরা একে অপরকে জানার চেষ্টা করেছি। এবং চলমান লকডাউনে আমরা একে অপরের কাছ থেকে লম্বা সময় দূরে থেকে অনুভব করি—আমাদের আসলে এক হওয়ার চূড়ান্ত সময় এটাই।’
স্ত্রীর প্রশংসা করতে গিয়ে আলোচিত চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ নির্মাতা নোমান রবিন বলেন, ‘নায়লা বহুগুণে গুণান্বিত। তার নিত্যনতুন সৃজনশীল ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আমার চলচ্চিত্র নির্মাতা পরিচয়ে সে গর্ববোধ করে। আমরা দুজনেই দুজনার কর্মে মুগ্ধ।’
এদিকে নববধূ পুষ্টিবিদ নায়লা বলেন, ‘সিভি দেখে চাকরি হয়। কিন্তু সিভি দেখে সারা জীবন পাশাপাশি বসবাস করা যায় না। মানুষটার দৃষ্টিভঙ্গি, মন-মানসিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। নোমান তার কাজ দিয়ে দেশের জন্য অনেক সম্মান বয়ে আনুক, পাশে থেকে সেটাই চাই।’
নোমান রবিন জানান, করোনাকাল গেলে তারা জমকালো আনুষ্ঠানিকতার স্বপ্ন দেখছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।