আসন্ন শীতে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ও প্রস্তুতি যাচাই করতে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনলাইন জুম অ্যাপে ভার্চুয়াল সভা আজ (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনার প্রথম ধাপে সমন্বিত চেষ্টায় খুলনায় করোনা পরিস্থিতি ভালভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক ছাড়া সেবা প্রদান না করার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
সভায় জানানো হয়, আমেরিকা, ইউরোপ ও পাশ^বর্তী দেশ ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় বৃদ্ধি পাচ্ছে। আগামী শীতে পরিস্থিতি অধিকতর খারাপ হতে পারে। সভায় খুলনা বিভাগের তিনটি স্থলবন্দরে বিদেশ হতে আগতদের পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। সভায় কোভিড হাসপাতালগুলোয় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, সিসিইউ, আইসিইউ সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খন্দকার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, সকল জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।