চ্যানেল খুলনা ডেস্কঃ বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের স্থানীয় সামাজিক যুবসংগঠন “ সবুজ যুব সংঘ”এর আয়োজনে ০৮ এপ্রিল ২০২০ তারিখ সকাল ১১টায় সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বোধ বৃদ্ধির জন্য এক কর্মসূচি পালন করেন স্থানীয় যুবরা। কর্মসূচিতে তারা গ্রামবাসিকে করোনাভাইরাস মোকাবিলায় সচেতন করেন, লিফলেট বিতরন এবং যারাদিন মুুজুরী করে জীবিকা নির্বাহ করেন তাদের এমন ৫০ জন কে ত্রান বিতরন করেন। যুব সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে ত্রান সামগ্রী বিতরন করেন । এ সময় তারা বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ তিন এবং গ্রামের সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে কর্মসূচির শুভ উদ্ভোধন করেন । পরে যুবরা বাড়ি বাড়ি গিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেন । সবুজ যুব সংগঠনের সভাপতি মোঃ শমসের মল্লিক বলেন আমরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সংগঠনটি দাড় করায় । আমাদের মুল উদ্যেশ্য আমাদের গ্রামসহ আমাদের ইউনিয়নটিকে সামাজিক মডেল হিসেবে দেখা । গ্রামের সামাজিক কার্যক্রমের সাথে যুবদের নিয়ে একটি দৃশ্যমান মডেল গ্রাম তৈরি করা। করোনা ভাইরাস বিষয়ে সরকারের উদ্যোগ কে সহযোগিতা করার জন্য এবং নিজেদের গ্রামের মানুষকে সুরক্ষায় রাখার জন্য এই কর্মসূচি । তাই আমরা সামান্য পরিসরে এই ব্যবস্থা করেছি। আফরা গ্রামের ছত্তার হাওলাদার বলেন -আমি বর্তমানে করোনাভাইরাস উপলক্ষে কোন কাজে যেতে পারছিনা , এই ত্রান কর্মসূচিতে যা পেলাম এটা আমার জন্য অনেক । এসময় তিনি এই সংগঠনের ভবিষৎ সফলতা কামনা করেন।