চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনাসহ সারাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণরোধে বাড়ির বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান করা হয়েছে। এ নির্দেশ অমান্যকরীর বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ঔষধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) ব্যতীত বাড়ির বাইরে যাওয়া যাবে না।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানিয়েছেন।