মোংলা প্রতিনিধি:: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে মোংলায় মাঠে নেমেছে নৌ বাহিনী। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় নৌবাহিনীর ‘মোংলা কন্টিনজেন্ট’ মোংলা বন্দর এলাকা, পৌর শহর ও শহরতলীতে তাদের কার্যক্রম শুরু করেছেন।
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে: কমান্ডার সালাউদ্দিন সংবাদ২৪ কে জানান, করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মোংলায় নেমেছে নৌবাহিনী। বিদেশ থেকে আগতদের নিজ বাড়ীতে থাকা এবং করোনা সংক্রমন রোধে সরকারের দেয়া সকল নির্দেশনা পালন ও বাস্তবায়ন করবে নৌবাহিনী।
নৌবাহিনীর মোংলা কন্টিজেন্টের দুই প্লাটুনে সদস্য রয়েছেন ২০ জন। দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নানের সাথে বৈঠক শেষে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবেন বলেও জানান তিনি।
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে: কমান্ডার সালাউদ্দিন আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখানে নিয়োজিত হয়েছি। পুলিশ, স্থানীয় প্রশাসন অথার্ৎ উপজেলা নিবার্হী অফিসারের সাথে একসাথে কাজ করবো।