চ্যানেল খুলনা ডেস্কঃসারাদেশে ৮৭ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭০ জনই ঢাকার। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের গ্রুপ “আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার”-এর অ্যাডমিন আহাম্মেদ ফয়েজ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৮ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ূন কবির খোকন মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার স্ত্রী ও সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু গত ৬ মে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হলেও ফলাফল এখনও জানা যায়নি।
এদিকে দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান করোনাভাইরাসের উপসর্গসহ নানা ধরনের শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত জটিলতা নিয়ে মৃত্যুবরণ করেন। এর আগের দিন করোনভাইরাস টেস্টে নেগেটিভ ফলাফল আসে তার।
দেশের মোট ৪১টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮টি পত্রিকা, ১৮টি টেলিভিশন চ্যানেল, দুটি নিউজ পোর্টাল ও দুটি রেডিও চ্যানেল রয়েছে।
এর মধ্যে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র কর্মীরা আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশী। ২ সাংবাদিকসহ চ্যানেলটির ১৫ জন কর্মী আক্রান্ত হয়েছেন।