যশোর প্রতিনিধি: সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যশোর কেন্দ্রীয় কারাগারের আটক ১২০জন কয়েদিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকার ঘোষিত বিশেষ ক্ষমার আওতায় ১২০জন কারাবন্দিদের তালিকা ও সাজা ভোগের বিস্তারিত তথ্য ঢাকায় পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারা সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও কারাবন্দিদের মুক্তির বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ লক্ষ্যে কারাবিধির ৫৬৯ ধারা অনুসারে যারা ২০ বছর সাজাভোগ ইতিমধ্যে শেষ করছেন তাদেরকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আইনে সারাদেশের সকল কারাগার থেকে ১৪২০জনের বেশি কারাবন্দিকে মুক্তি দেয়া হতে পারে। এছাড়া যাদের বয়স অনেক এবং চলাফেরা করতে অক্ষম তাদের মুক্তি দেয়া হবে।
এ ধারাবাহিকতায় যশোর কারা কর্তৃপক্ষ এমন ১২০ জনের নামের তালিকা ঢাকায় পাঠিয়েছে। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৫ জন যাদের ২০ বছর সাজা ভোগ করা হয়ে গেছে। একমাস থেকে এক বছর পর্যন্ত যাদের সাজা হয়েছে এমন আছে ৪২জন। আর অচল অক্ষম হয়ে গেছেন এমন আছে ৩ জন।
জেলার তুহিন কান্তি খান জানান, ১২০ জনের নাম পরিচয় এবং সাজা ভোগের বিস্তারিত তথ্য লিখে মুক্তি দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এখন ঢাকা হেডকোয়ার্টার আরও যাচাই বাছাই করে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করবে।
তিনি আরও জানিয়েছেন, শর্ত অনুযায়ী নারী নির্যাতন মামলার আসামি যেমন ধর্ষণ, হত্যা মামলার কোন আসামি এই সুযোগের আওতায় আসবে না।