সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
করোনার প্রাদূর্ভাবে মধুর ব্যবসায় মন্দা বিপাকে মৌ-চাষীরা | চ্যানেল খুলনা

করোনার প্রাদূর্ভাবে মধুর ব্যবসায় মন্দা বিপাকে মৌ-চাষীরা

চারদিকে সরিষা হলুদ ক্ষেত মাঝখানে কিছু মৌ বক্স । শত শত মৌমাছি সরিষার ক্ষেতের ফুলে ফুলে বসে মুখরিত করে তোলেছে । ফুল থেকে মধু সংগ্রহ করে ফিরে আসছে মৌ-বক্সে । মৌমাছির গুনগুন শব্দে মুখরিত প্রকৃতি । এই অবারিত সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহের দৃশ্য যে কেউ দেখলে তার মন ভালো হয়ে যাবে । সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ের মাঠে মাঠে এখন শুধুই হলুদের সমারোহ । গায়ের মেঠো পথ বেয়ে কেউ হাটঁলে মানে হবে যেন হলুদের গ্রাম । রাঘবদাইড় ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৌ-চাষী মো: ই¯্রাইল । নিজের ব্যক্তিগত উদ্যোগে ২০০২ সালে তিনি দড়ে তোলেন ভাই ভাই মৌ খামার ।
মৌ চাষী ইস্রাইল জানান,সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে তিনি কিছু মৌমাছি সংগ্রহ করে ৬৫টি বক্স নিয়ে মাঠে মাঠে মধু সংগ্রহের কাজ শুরু করেন । সরিষার মৌসুম,লিচুর মৌসুম ,কালি জিরার মৌসুমে তিনি মাগুরাসহ পাশ্ববতী জেলায় গিয়ে মধু সংগ্রহের কাজ করেন । সাধারণ বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পর্যন্ত কোন মধু উত্তোলনের মৌসুম থাকে না । এ ৭ মাস বক্সে থাকা মৌমাছি গুলোকে চিনি খায়িয়ে বাচিঁয়ে রাখতে হয় । এ ৭ মাস মৌমাছির খাওয়া বাবদ আমার ১ লক্ষ ৬৯ হাজার টাকা খরচ হয় । চিনি পাশাপশি ২ হাজার কাগুজে লেচু তাদের খাওতে হয় । পাশাপাশি নিতে হয় বাড়তি যতেœর । তারপর মধু মৌসুম শুরু হলে তাদের মাঠে এনে মধু সংগ্রহের কাজ চলে ।
তিনি আরো জানান,বর্তমানে আমার ৮৫টি মৌমাছির বক্স রয়েছে । নিজের উদ্যোগে ১২ হাজার টাকা দিয়ে তৈরি করেছি মধু সংগ্রহের মেশিন । প্রথমে মৌ বক্স থেকে মধু এনে মেশিনের মাধ্যমে পরিশোধিত করা হয় । এ বছর আমার এ চাষে খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা । খরচ বাদে আশাকরছি ২ থেকে আড়াই লক্ষ টাকা আয় হবে । গত বছর ভালো মৌসুম থাকায় আমার অনেক লাভ হয়েছিল কিন্তু এবার করোনার প্রভাবে ব্যবসা মন্দ যাচ্ছে । সংগ্রহিত অনেক মধু আমার খামারে রয়ে গেছে । প্রতি বছর চট্রগ্রাম,ঢাকা,নারায়নগঞ্জ,শিবচর থেকে মধু ব্যাপারি এসে মধু সংগ্রহ করে নিয়ে যায় । এ বছর করোনার বেশি প্রকোপ থাকার কারণে মধু ব্যাপারিরা না আসায় আমার খরচ উঠছে না । প্রতিদিন আমার শ্রমিক বাবদ দেড় দুই হাজার টাকা খরচ হয় । কিন্তু মধু বিক্রি না হওয়াতে আমাদের মাথায় হাত । গত বছর ৩-৪ লক্ষ টাকার মধু বিক্রি হয়েছিল কিন্তু এবার ১ লক্ষ টাকার মধুও বিক্রি হচ্ছে না ।
কথা প্রসঙ্গে তিনি আরো জানান,আমি মধু সংগ্রহ করতে ফরিদপুর,শিবচর,পাবনা,দিনাজপুর ও সুন্দরবন এলাকায় কাজ করে থাকি । এবার আবহাওয়া ভালো থাকাতে নিজ এলাকায় মধু সংগ্রহের কাজ করছি । বর্তমানে আমার এখানে ৬-৭ জন শ্রমিক কাজ করে । তাদের মাসিক খরচ বাবদ ৬০ হাজার টাকা খরচ হয় । কিন্তু এবার করোনার প্রভাবে ব্যবসা না হওয়াতে আমিসহ এলাকার আরো ৭-৮ জন মৌ চাষীর অনেক ক্ষতি হচ্ছে ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পলিথিন মুক্ত করতে মাগুরায় বিনা মূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ

মধ্যরাতে মাগুরায় সেনাবাহিনীর তল্লাশি অভিযান

মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান

বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে : শফিকুর রহমান

স্বৈরাচার পতন হলেও চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যায় নাই : মুফতি ফয়জুল করীম

শারদীয় দুর্গাপূজা কে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ : নিতাই রায় চৌধুরী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।