,
চ্যানেল খুলনা ডেস্কঃ শিল্প বান্ধব সরকার শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে শত কোটি টাকার উর্ধ্বে ছাড় দিলেও বিজেএমসি ৫টি জুট মিলের শ্রমিকদের সাথে দ্বৈতনীতি আচরণ করছে অভিযোগ করেছে শ্রমিক নেতৃবৃন্দ।
বিজেএমসির অন্যান্য মিলে সরকার ঘোষিত সাধারণ ছুটি, ২০১৫ সালের জাতীয় মজুরি স্কেলে গ্রেডিং পদ্ধতিতে উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও বকেয়া মজুরি প্রদান করলেও খুলনার খালিশপুর ও দৌলতপুরের দু’টি, সিরাজগঞ্জের একটি, চট্টগ্রামের কর্ণফুলি ও এম এম আর আর জুট মিলের শ্রমিকদের এ সকল অর্থ প্রদান থেকে বঞ্চিত করা হচ্ছে। যার প্রেক্ষিতে ৫ দফ বাস্তবায়নের দাবিতে ২ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে খুলনার দু’টিসহ ৫ টি জুট মিলের শ্রমিকরা।
রবিবার বেলা ১১টায় নগরীর খালিশপুর জুট মিলস্ ওয়ার্কার্স ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন খালিশপুর জুট মিলের সিবিএ’র সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ। খালিশপুর ও দৌলতপুর জুট মিলস্ যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় দু’দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে হচ্ছে আজ ১ ঘন্টার মানববন্ধন ও আগামীকাল মঙ্গলবার ভোর ৬ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি।
সংবাদ সম্মেলনে খালিশপুর জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম, শওকত মোড়ল, দৌলতপুর জুট মিলের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।