করোনাভাইরাসের সংক্রমণ রোধে সংবাদকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় গতকাল রবিবার রাতে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিদের কাছে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য আহমদ আলী খান, অরুণ সাহা, অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী, আসিফ আলতাফ, গাজী মনিরুজ্জামান, দেবব্রত রায়, মিলন হোসেন, সুমন আহমেদ, এস এম বাহাউদ্দিন, দিলীপ পাল, কাজী ফজলে রাব্বী শান্ত, হেলাল মোল্লা প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি