করোনা। বহুল আলোচিত একটি শব্দ! একটি ভাইরাস। সর্বত্র চলছে করোনার আলোচনা। অফিস-আদালত, মাঠ-ঘাট থেকে শুরু করে চা-স্টল পর্যন্ত একই আলোচনা!
সেদিন আলাল মিয়ার চা-স্টলে করোনা নিয়ে দু’পক্ষের তর্ক-বিতর্কের এক পর্যায়ে বড় ধরনের সংঘর্ষ পর্যন্ত হয়ে গেল! সংঘর্ষে আনু মিয়ার পক্ষের পাঁচজন ও উজবুক মিয়ার পক্ষের তিনজন নিহত হন! এছাড়া উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। অবশ্য এই সংঘর্ষের আগেই আলাল মিয়া প্রায় দুই হাজার টাকা তুলে নিয়েছেন চা বিক্রি থেকে। সংঘর্ষ শুরু হয় এভাবে-
উজবুক মিয়া : ওহে আনু মিয়া, করোনাবিষয়ক কোনো খবর রাখো কী? ফেসবুকের সুবাদে আমি এ বিষয়ে অনেক খবরই জানি। অন্যান্য ভাইরাসের চেয়ে করোনা ভাইরাসটা সাইজে একটু বড়। দেখতে অনেকটা কোয়েল পাখির ডিমের মতো।
আনু মিয়া : কোয়েল পাখির ডিম না, ঘোড়ার ডিমের মতো। যতসব পাগলামি কথাবার্তা! এতবড় একটা ভাইরাস মানুষের নাকের ভেতর ঢুকে কেমনে? এত বড় ভাইরাস হলে মানুষ মাস্ক পরবেই বা কেনো? এই আজগুবি কথাবার্তা তোমরা কোথা হতে আমদানি করো?
উজবুক : মুখ সামলে কথা বল! পাগল বললি কেনো? আমি পাগল না, তোর বাপ পাগল!
ব্যস, অমনি শুরু হলো হাতাহাতি, ঠেলাঠেলি! দুইজনের পক্ষে-বিপক্ষে আরও অনেক লোক জড়ো হলো। দুই পক্ষে ভাগ হয়ে উপস্থিত লোকদের মধ্যে শুরু হলো ভয়াবহ সংঘর্ষ! আর এই রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে উভয় পক্ষের আটটি তরতাজা প্রাণ ঝরে গিয়ে এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার মধ্য দিয়ে!
কামালপুর, জকিগঞ্জ, সিলেট।