আন্তর্জাতিক ডেস্কঃকরোনার সময় কেবল দাঙ্গা আর বদনামের রাজনীতিই করে চলেছে বিজেপি বলে অভিযোগ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। নবান্নে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে এবার একহাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বাংলাকে অপমান করতে পারেন কারণ আপনারা বাংলার নন বলে।’
এদিন তিনি বিজেপি প্রধানদের উদ্দেশ্য করে জানিয়ে দেন, ‘বাংলা সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলে। আমিও একসময় বিরোধী ছিলাম। অভিযোগ থাকলে গণতন্ত্রে জানানোর ব্যবস্থা আছে। হিংসা হলে পুলিশকে বলেছি কঠোর ব্যবস্থা নিন।’
তথ্য দিয়ে তিনি জানান, ‘বড় রাজ্যগুলোর ক্ষেত্রে আমরা এখনও ১০ নম্বরে। চ্যালেঞ্জ করে বলছি, গত ১০ বছরে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে যা উন্নতি হয়েছে, দেশের কোথাও হয়নি। অথচ এই পরিস্থিতিতেও কুৎসা, দাঙ্গা করে চলেছেন। পারছেন? লজ্জা করে না।’ করোনা নিয়ে ধর্মীয় রাজনীতিতেও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘করোনায় হিন্দু-মুসলমান আছে নাকি হার্ট অ্যাটাকে আছে? দাঙ্গা করে থাকলে যে করে থাকুক, সে যেই হোন। তাঁদের গ্রেফতার করতেই হবে। সাম্প্রদায়িক কথা বললে আমাকেও ছাড় নয়। কোভিড লড়ব, দাঙ্গাও করব, সেটা হয় না।’
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি, অন্য রাজ্য তো আরও ভুগছে, আমরা তো কোনও কথা বলছি না। মহারাষ্ট্র, গুজরাতে এত আক্রান্ত মানুষ। ওরা তো লড়াই করছে। আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু এখানে শুধু রাজনীতি আর বদনাম। একদিন বিবেক বলবে, দুঃসময়ে মানুষের পাশে থাকছেন না।