চ্যানেল খুলনা ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী হাজার হাজার লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবে বিনা মাসুলে তিন মাসের জন্য আকামা (রেসিডেন্সি পারমিট) পাচ্ছেন প্রবাসী শ্রমিকরা।
দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, প্রাণঘাতী ভাইরাসটির আতঙ্কে গোটা বিশ্বের মতো উদ্বিগ্ন সৌদি আরবও। বিপর্যস্ত এই সময়ের মধ্যে যেসব বিদেশি শ্রমিকের আকামার মেয়াদ ১৮ মার্চ থেকে ৩০ জুনের ভেতর শেষ হবে, তাদের আকামার মেয়াদ সরকারের পক্ষ থেকে আরও তিন মাসের জন্য বিনা মাসুলে নবায়ন করা হবে।
এক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ দেশে যাওয়ার পর শেষ হয়ে গেছে এবং তাদের আকামার মেয়াদ রয়েছে। তাদের কফিল/স্পন্সরগণ চাইলে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন এখানে ক্লিক করে- https://visa.mofa.gov.sa/ExtendReturnedVisa
এর মধ্যে যারা সৌদি আরবে উমরায় আসার পর নিজ দেশে ফিরে যেতে পারেননি, তারা আগামী ২৮ মার্চের মধ্যে নিচের লিংকে গিয়ে নিজের তথ্য প্রদানের মাধ্যমে দেশে ফিরে যেতে পারবেন। এরপর মোবাইল ফোনে পরবর্তী আপডেট পাঠানো হবে। ইমেইলে https://t.co/2LydEZZdJh
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৯৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ ২৩ হাজারের অধিক মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ১৯ হাজার ১৫২ জনে পৌঁছেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।
আরও পড়ুন : মোদীর ডাকে সার্ককে কোনো অর্থ দেবেন না ইমরান
বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।