দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা দুদিন ধরতে কমতির দিকে। শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টাতে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
আর গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২ হাজার ৬৯৭ জন। শনাক্তের হার ১৩.১১ শতাংশ। পরীক্ষার সংখ্যা আবারও কমে আসছে।
এর আগে শুক্রবার করোনাক্রান্ত হয়ে মারা যান ৮৮ জন। শনাক্ত ৩ হাজার ৬২৯। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে মোট ১০ হাজার ৯৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৪০০।
২৪ ঘণ্টায় মৃত্যু : ৮৩
মোট মৃত্যু: ১০ হাজার ৯৫২
শনাক্ত : ২ হাজার ৬৯৭
মোট শনাক্ত : ৭ লাখ ৪২ হাজার ৪০০
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২০ হাজার ৫৭১ জন
শনাক্তের হার ১৩.১১ শতাংশ
শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ৫৩ জন এবং ২৮ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। ২ জনের মৃত্যু হয়েছে বাসায়।
মৃতদের মধ্যে ৫২ জন রাজধানীবাসী, চট্টগ্রামের ১৩ জন। ৩ জন করে রাজশাহী, সিলেট ও রংপুরের। ৫ জন খুলনার এবং ৪ জন বরিশালের বাসিন্দা।
ঢাকা: ৫২
চট্টগ্রাম: ১৩
খুলনা: ৫
বরিশাল: ৪
রাজশাহী: ৩
সিলেট: ৩
রংপুর: ৩
মৃতদের মধ্যে ৫৬ জনের বয়স ৫২ এর বেশি। ৫১-৬০ বছর বয়সী ১৭ জন, ৪১-৫০ এবং ৩১-৪০ এর মধ্যে ৫ জনের বয়স।
এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৫৮
নারী: ২৫
করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যাও বাড়ছে। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। এর মধ্যে ঘরের বাইরে গেলে মাস্কের ব্যবহার অন্যতম। কিন্তু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।