চ্যানেল খুলনা ডেস্কঃমহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস চীন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ছে ইতালিতেও। প্রাণঘাতী ভাইরাসটির আক্রমণের মুখে ইতালিয়ান সেরি আ’র অন্তত পাঁচটি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্তাসের ম্যাচও।
স্থগিত হওয়া ম্যাচগুলো হলো, জুভেন্তাস-ইন্টার মিলান, এসি মিলান-জেনোয়া, পারমা-স্পাল, সাস্সুয়োলো-ব্রেসিয়া ও উদিনেস-ফিওরেন্তিনা মধ্যকার। এর মধ্যে উদিনেস ও ফিওরেন্তিনার ম্যাচ হওয়ার কথা ছিল শনিবার (২৭ ফেব্রুয়ারি)। বাকি চারটি ম্যাচের সূচি ছিল রবিবার (১ মার্চ)।
প্রথমে নির্ধারিত সময়েই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দর্শকের কথা চিন্তা করে পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকেও সরে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) টুইট করে তারা জানায়, ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৩ মে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
করোনা ভাইরাসে আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৯০০ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। করোনো ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে অনেক স্কুল, ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে।