সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনা আতঙ্ক উপেক্ষা করেই কিনছে টিসিবি পণ্য | চ্যানেল খুলনা

করোনা আতঙ্ক উপেক্ষা করেই কিনছে টিসিবি পণ্য

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীতে ট্রাক সেল শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এদিকে করোনাভাইরাস বিস্তার রোধে সাধারণ ছুটি ঘোষণাসহ নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু লাইনের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় করা হলেও ক্রেতারা নির্দেশনা মানছেন না বরং গাদাগাদি করেই মাল কিনতে লাইনে দাড়াচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, জনগণের মাঝে নায্যমূল্যে পণ্য বিক্রয় করে টিসিবি। জনগণের মাঝে নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ১৭ মার্চ থেকে ট্রাক সেলের মাধ্যমে খুলনায় ডাল, চিনি ও তেল বিক্রয় করা শুরু হয়। ডাল ও চিনি কেজি প্রতি ৫০ টাকা এবং সয়াবিন তেল এক লিটার ৮০ টাকা এবং পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। এদিকে করোনা আতঙ্কের মধ্যেই খুলনায় টিসিবি পণ্য বিক্রয় শুরু করা হলেও নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে না। টিসিবি পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েছে নগরবাসী। এদিকে দুপুরের আগেই বিক্রয় শেষ হয় টিসিবি’র পণ্য।
মহানগরীর বঙ্গবন্ধু স্কয়ারে টিসিবি পণ্য কিনতে আসা রানা বলেন, করোনার কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ। টিসিবি’র পণ্য কেনার জন্য সকালে এসে লাইন দিতে হয়। নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত তবে কেউ না মানায় তিনিও মানছে না।
খালিশপুর বায়তুল ফালাহ মোড় এলাকার বাসিন্দা শাহজাদা বলেন, টিসিবি’র পণ্য নায্যমূল্যে পাওয়া যায় এবং বিক্রয় হচ্ছে বলে সবাই আতঙ্কের মধ্যে কিনতে যায়। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পুলিশি পাহারায় টিসিবি পেঁয়াজ বিক্রয় করলেও এই ভয়াবহ পরিস্থিতিতে কোনো শৃঙ্খলা রাখার বালাই নেই।
খালিশপুরে পণ্য বিক্রয় করা পারভেজ বলেন, সবাই আগে নেওয়ার জন্য ব্যস্ত। কেউ কোনো নির্দেশনা মানে না। একজন আরেকজনের গায়ে লেগে দাঁড়ায়। নিষেধ করলেও মানেন না।
টিসিবি আঞ্চলিক অফিস প্রধান রবিউল মোর্শেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ থেকে খুলনা মহানগরীর ১৮টি পয়েন্টে টিসিবি’র ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রয় শুরু করা হয়। করোনা আতঙ্কের মধ্যে যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য বৃদ্ধি পেতে না পারে সেজন্য বিক্রয় চালু রাখা হয়েছে। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা ক্রেতারা মানেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।