মাগুরা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সম্মুখে থেকে দেশব্যাপী বিশেষ ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। তারই,ধারাবাহিকতায়,আন্তরিকতার সহিত সর্বাত্মক সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে মাগুরা জেলা পুলিশের সদস্যরা। লকডাউনে থাকা করোনা রোগী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফলসহ খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাজির হয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করছেন মাগুরা জেলা পুলিশের সদস্যরা। মাগুরার পুলিশ সুপার জনাব খান মুহাম্মাদ রেজওয়ান এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব তরিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে সদস্যদের নিয়ে গঠিত করোনাকালীন বিশেষ টিমের সদস্যরা সম্প্রতি মাগুরার বিভিন্ন এলাকায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ উপহার হিসেবে মৌসুমি ফল ও নানান রকম খাদ্য সামগ্রী প্রদান করছেন। এবং সেই সাথে তাদের মনোবল বাড়াতে সর্বাত্বক পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন,পুলিশ,সদস্যরা। তারই ধারাবাহিকতায় গতকাল বিকালে মাগুরার বিভিন্ন এলাকা ঘুরে আক্রান্ত রোগীদের বাড়িবাড়ি গিয়ে হাজির হন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তরিকুল ইসলামসহ করোনা কালীন বিশেষ টিমের সদস্যরা। এ সময় তারা রোগীসহ তাদের পরিবারের সার্বিক খোজ খবর নেন। সেই সাথে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলেদেয়াসহ তাদের প্রতি সমবেদনা জানিয়ে জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার (পিপিএম),জনাব,খান,মুহাম্মাদ রেজোয়ান এর পক্ষ হতে লিখিত পত্র প্রদান করা হয়। পত্রে জেলা পুলিশের পক্ষে তাদের প্রতি সমবেদনা জানিয়ে সর্বাত্বক তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করছেন তিনি। এ সময় টিমের সদস্যরা প্রতিবেশীসহ সকলের প্রতি করোনা পরিস্থিতিতে আতংকিত না হয়ে সচেতনতা বৃদ্ধিসহ সদয় আচারনের জন্য আহবান জানান। উল্লেখ্য যে, ইতিমধ্যে ব্যেক্তি উদ্দ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান, সংবাদকর্মী সহ অনেকেই মাগুরায় আক্রান্ত রোগীসহ লকডাউনে থাকা পরিবার গুলির প্রতি সমবেদনা জানিয়ে মৌসুমি ফলসহ নানা খাদ্য সামগ্রী প্রদান করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করছেন। যা তাদের মনোবল বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের মাঝে ভয় ভিতির সঞ্চার রোধ করতে বিশেষ ভূমিকা রাখবে।