সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
করোনা চিকিৎসায় খুলনায় প্রথম প্লাজমা থেরাপী | চ্যানেল খুলনা

করোনা চিকিৎসায় খুলনায় প্রথম প্লাজমা থেরাপী

নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি (রক্ত রস প্রয়োগ) শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে খুলনায় প্রথম একজন করোনা পজিটিভকে এ থেরাপীর আওতায় আনা হয়েছে। তিনি খুলনার করোনা ডেডিকেটে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে একজন ইন্টার্ন চিকিৎসক (যিনি সদ্য করোনা থেকে মুক্ত) এই প্লাজমা থেরাপী দিতে প্রয়োজনীয় রক্ত সরবরাহ করেছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনার করোনা হাসপাতালে গত ২৪ মে ভর্তি হওয়া রূপসা উপজেলার বাগমারা এলাকার তানভির আলম (৩১) কে প্রথম প্লাজমা থেরাপী দেয়া হয়েছে। ৭২ ঘন্টা পর এ প্লাজমা থেরাপীর ফলাফল বোঝা যাবে। তাকে প্লাজমা থেরাপীর জন্য ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাঃ মঞ্জুরুলের রক্ত নেয়া হয়েছে। যিনি সম্প্রতি করোনা পজিটিভ থেকে সুস্থ্য হয়েছেন। তিনি বাগেরহাটের নিবাসী। প্লাজমা প্রয়োগে এন্টিবডি রোগীর দেহে গেলে ভাইরাসটি অনেকাংশেই নিস্ক্রিয় হবে এবং রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি আরও জানান, প্লাজমা থেরাপির প্রক্রিয়া দু’টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কোভিড ১৯ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া রোগীর (কমপক্ষে ১৪ দিন আগে সুস্থ হয়েছেন) কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। কারণ একবার করোনায় পজিটিভ হওয়া ব্যক্তি সুস্থ হলে তার শরীরে একটি করোনা ভাইরাসের এন্টিবডি তৈরি হয়। তুলনামূলক সুস্থ ও যুবক বয়সী ডোনারের শরীর থেকে রক্ত সংগ্রহ করে এই প্লাজমা পরীক্ষার পর যথাযথ নিয়ম মেনে সংরক্ষণ করা বা সাথে সাথে করোনা পজিটিভের দেহে প্রয়োগ করা হয়। এতে আক্রান্ত ব্যক্তির রক্তেও এন্টিবডি চলে আসে এবং তা করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধের ফলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তিনি জানান, করোনায় সুস্থ্য হওয়া ব্যক্তির রক্ত নিয়ে যদি কভিড হাসপাতালে রোগীদের মধ্যে যারা এডভান্স লেভেলে চলে যাবে (যারা প্রচন্ড শ্বাসকষ্টে ভুগবে বা যাদের রক্তে অক্সিজেন এর মাত্রা কমে যাবে বা যারা ভাল থেকে ক্রমেই খারাপের দিকে যাবে) সে রোগীকে তার রক্তের গ্রুপ অনুসারে ক্রস ম্যাচিং করে দ্রুত সংরক্ষিত প্লাজমা রোগীর দেহে প্রয়োগ করতে পারব। এতে ডোনার খোঁজার বিড়ম্বনা নেই এবং প্লাজমা দ্রুত সংরক্ষণ করলে এন্টিবডির পরিমান ভাল থাকে। এটি প্রয়োগে তেমন কোন পার্শ প্রতিক্রিয়া নেই।
জানা গেছে, ডাঃ মঞ্জুরুল গত এপ্রিল করোনা পজিটিভ হন এবং পরবর্তীতে তিনি চিকিৎসক এর পরামর্শে সুস্থ হন এবং তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তিনি খুলনা মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগের চিকিৎসকদের আহবানে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে প্লাজমা দিতে এগিয়ে আসেন। খুলনা মেডিকেল কলেজ এর ইথিকাল কমিটির অনুমোদন নিয়ে বৃহস্পতিবার ডাঃ মঞ্জুরুল’র প্লাজমা তানভির আলমেকে প্রয়োগ করা হয়েছে। এ কাজে সহায়তা করেন খুলনা মেডিকেল কলেজ’র অধ্যক্ষ ডাঃ আব্দুল আহাদ, পরিচালক ডাঃ মুন্সি রেজা সেকেন্দার ও উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বায়ক ডাঃ ফরিদ উদ্দিন আহমেদ, রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয প্রধান ডাঃ এস এম তুষার আলম, ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ডাঃ অনল রায়, ডাঃ ফিরোজ, ডাঃঅনিক দেউরি ও ডাঃ সাইফ মানসুরসহ সংশ্লিষ্ট সকলে।
জানা যায়, খুলনা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে একটি সেল সেপারেটর মেশিন রয়েছে, যেখানে রক্তের বিভিন্ন উপাদান আলাদা করা সম্ভব। যদিও প্লাজমা থেরাপি দেয়ার জন্য ব্যবহৃত এফরেসিস মেশিন খুলনায় নেই, তারপরও সেল সেপারেটর মেশিনের মাধ্যমে ব্লাড থেকে অন্য অংশ বাদ দিয়ে শুধু প্লাজমা সংগ্রহ করে তা দিয়ে একটি প্লাজমা ব্যাংক করার চেষ্টা রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।