সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনা ঝুঁকিতে খুলনা রেলওয়ের নিরাপত্তা বাহিনী(আরএনবি)র সদস্যরা | চ্যানেল খুলনা

মাস্ক, গ্লাভসসহ নেই কোনো ধরনের সুরক্ষা উপকরণ

করোনা ঝুঁকিতে খুলনা রেলওয়ের নিরাপত্তা বাহিনী(আরএনবি)র সদস্যরা

চ্যানেল খুলনা ডেস্কঃরেলওয়ে সম্পত্তির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষার জন্য লকডাউনের মধ্যেও কাজ করে যাচ্ছে (আরএনবি) রেলওয়ে নিরাপত্তা বাহিনী। প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণের শঙ্কার মধ্যেই মাস্ক, গ্লাভসসহ কোনো ধরনের সুরক্ষা উপকরণ ছাড়াই এ বাহিনীর সদস্যরা কার্যক্রম পরিচালনা করছেন। যার কারণে করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন তারা।
খুলনার রেল স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, তাদের করোনাভাইরাস প্রতিরোধে কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। মহামারি করোনাভাইরাসের জন্য যখন সারাদেশ লকডাউন করে দেওয়া হয়েছে। এমন সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন করে সিপাহী কোনো স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই খুলনা রেলস্টেশন থেকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে দশদিনের ডিউটির জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে যারা ডিউটি শেষ করে এসেছেন, তাদের হোম কোয়ারেন্টাইনে রাখারও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের পাবনার ঈশ্বরদী থেকে আসার সঙ্গে সঙ্গে খুলনা রেলওয়ে স্টেশনে ডিউটি করানো হচ্ছে। এর ফলে খুলনা রেলওয়ে স্টেশনের রেলওয়ে কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আশেপাশের জনগণ ঝুঁকিতে আছেন।
তারা আরও জানান, করোনা সুরক্ষার জন্য প্রথমদিকে যেসব উপকরণ দেওয়া হয়েছিল তা পেয়েছেন খুলনার কয়েকজন অফিসার ও সিপাহী। যা দিয়েছিলো তা হলো অনটাইমের। উপরকণ দিয়ে ছবি তুলে ফেসবুকে প্রচার করা হয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীকে করোনা নিরাপত্তার সুরক্ষার সরঞ্জাম দেওয়া হয়েছে। খুলনা স্টেশনে কর্মরত প্রায় শতাধিক সিপাহীয়ের মধ্যে ১০ থেকে ১৫ জনকে সুরক্ষার সরঞ্জাম দেওয়া হয় শুধু ছবি তুলে প্রচার করার জন্য।
জানা যায়, পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে প্রায় সাড়ে ৫ শতাধিক সদস্য রয়েছেন। তারা প্রায় সবাই সুরক্ষা উপকরণ ছাড়াই দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বুধবার বেলা ১১টা ১৩ মিনিটে পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান-উর-রহমান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের করোনার সুরক্ষা উপকরণ দেওয়া হয়েছে। মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার দেওয়া হয়েছে। যাদের স্যানিটাইজার দেওয়া হয়নি তাদের সাবান দেওয়া হয়েছে। তারা যদি ব্যবহার না করে আমরা কি করবো। বিশেষ করে যারা মালগাড়ি বা তেলের গাড়ি নিয়ে যাচ্ছে তাদের গাড়িতে সব কিছুই দেওয়া হয়েছে।
পাবনা জেলার ঈশ্বরদী ১০ দিন থেকে আসা সদস্যরা খুলনা স্টেশনে এসেই আবার ডিউটি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।