চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। বড় বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে মাইক দিয়ে প্রতিদিন সকল থেকে রাত পর্যন্ত সকলকে সচেতন থাকার জন্য আহবান জানানো হয়। বিভিন্ন এলাকায় প্রচার পত্র বিতরণ করা হয়েছে এবং বাজারের গুরুত্বপূর্ন মোড়ে বড় বড় প্লাটিকের ড্রামে পানি ও সাবান রাখা হয়েছে। বাজারে আগত ব্যবসায়ী, ক্রেতা, শ্রমিক, রিকসা, ভ্যান, ঠেলাগাড়ি চালকসহ সর্বস্তরের মানুষ সাবান দিয়ে হাত ধুচ্ছেন। গত কয়েকদিন আগে থেকে এই ব্যবস্থা করা হয়েছে।
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান ও ব্যবসায়ী সুব্রত হালদার তপা এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসে আতংকিত হলে চলবে না। সচেতন হতে হবে। সরকারি নির্দেশ মেনে চলতে হবে। বিবৃতিদাতারা করোনাভাইরাসে আতংকিত না হয়ে সকলকে সচেতন হওয়ায় আহবান জানান। -খবর বিজ্ঞপ্তি