চ্যানেল খুলনা ডেস্কঃ বিশ্ব আজ এক অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। এ লড়াই একটি সমাজ, জাতি বা গোষ্ঠির নয়। এটা আমাদের সকলের লড়াই। মনে হচ্ছে গোটা পৃথিবী আস্তে আস্তে কালো অন্ধকারের রূপ ধারণ করছে। এ করোনা ভাইরাস দানবের চেয়েও শক্তিশালি, একে রুখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থেকে রুখতে হবে। মানুষ আজ অবরুদ্ধ, কোন ব্যবসা নেই, অফিস আদালত বন্ধ, স্কুল কলেজসহ সমস্ত পৃথিবী যেন স্তব্ধ হয়ে আছে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর বোবা কান্না কেউ শুনতে পাচ্ছে না। বর্তমান সময় সরকার শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে এক কথায় লেজে গোবরের অবস্থা তৈরী করেছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুধু বলা হচ্ছে করছি করবো, হচ্ছে হবে, এই বলে সময় পার করছে। এর ভিতরে ঠিক চোরের দল চুরি করে যাচ্ছে। সরকার
দলীয় লোকদের বাড়ির ভিতরে পাওয়া যাচ্ছে চালের গুদাম এবং খাদের নিচে পাওয়া যাচ্ছে তেলের খনি। সরকারের কর্তা ব্যাক্তিদের লজ্জা থাকা উচিত। বিশেষ করে এই দুর্যোগময় সময় মানুষকে সাহায্য না করে চুরি করছে, ছিঃ লজ্জা ?
এখন আমাদের আরো ঐক্যবদ্ধ হয়ে সকল ধরণের সাহায়্যের জন্য তৈরী থাকতে হবে। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি পেশাজীবী সংগঠনের গুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সোনাডাঙ্গা থানা ছাত্রদলের উদ্যোগে সোমবার দুপুর ২টায় নগরীর গল্লামারি ঋষি পাড়ায় বিপর্যস্ত গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খুলনা মহানগর ছাত্রদলের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোনাডাঙ্গা থানা ছাত্রদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপ্#ি৩৯;র সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, হেদু মল্লিক,
ইফতেখার জামান নবীন, মোঃ সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম সাগর, ওয়াহিদুজ্জামান খোকন, শেখ মসফিকুর হাসান অভি, মাহিম আহম্মেদ রুবেল, রিয়াজুল কবির, মাহমুদুল হাসান মুন্না, আব্দুল আহাদ শাহিন, মোঃ মিজানুর রহমান শাকিল, মোঃ জিল্লুর রহমান, আল মুহাইমিন রেজা, মোঃ এবাদত হোসেন, মোঃ নাজমুল হোসেন, লিপু মল্লিক, আল-আমিন হোসেন, ইজবুর রহমান ইমুল, মোঃ আল-আমিন হাওলাদার, মোস্তাহিদুল হক দিহান, মুন্সি হাসিবুর রহমান, আসিফ রহমান হৃদয়, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, ফায়জুল ইসলাম, আবু বক্কর ইমন, আবুল বাসার প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি