সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাস পরীক্ষা হবে ১৫ মিনিটেই | চ্যানেল খুলনা

করোনা ভাইরাস পরীক্ষা হবে ১৫ মিনিটেই

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা ভাইরাসের বিস্তারে আতঙ্ক বিরাজ করছে বিশ্বজুড়ে। এখনো এর কোনো প্রতিষেধক আবিষ্কার না হলেও দ্রুততম সময়ে করোনা ভাইরাস নির্ণয়ের পদ্ধতি বের করেছেন চীনের বিজ্ঞানীরা। এ জন্য সময়ের লাগবে ১৫ মিনিটেরও কম।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে করোনা ভাইরাস নির্ণয়ের পদ্ধতি বের করেছে চীন। এ ভাইরাসের বিস্তার ঠেকানোর ক্ষেত্রে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে।

চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়া বলছে, দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংজু প্রদেশের জুসিতে অবস্থিত একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত বিশেষজ্ঞরা এটি উদ্ভাবন করেছেন। তারা চীনের ন্যাশনাল ইন্সটিটিউট ফর ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সঙ্গে যৌথভাবে এ লক্ষ্যে কাজ করেন এবং মাত্র ১০ দিনের মধ্যে এটি উদ্ভাবন করতে সক্ষম হন।

গবেষকরা জানান, নতুন পদ্ধতির মাধ্যমে ৮ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ কিটের গণ-উৎপাদনও শুরু করেছে চীন। বর্তমানে প্রতিদিন ৪ হাজার কিট উৎপাদন করা হচ্ছে। তবে জুসির নগর কর্তৃপক্ষ উৎপাদন মাত্রা আরও বাড়ানোর চেষ্টা করছে।

এরই মধ্যে ভাইরাস পরীক্ষার সরঞ্জামসহ কিটের প্রথম চালান হুবেই প্রদেশের উহানে ব্যবহার করা হচ্ছে। এই উহান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

যে হরমোনের কারণে শিশুর শারীরিক বৃদ্ধি থেমে যায়

পাইকগাছায় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪ জন চিকিৎসক

মশক নিধনে ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়নি উপদেষ্টা

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।