সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
করোনা যুদ্ধে থেমে নেই মোড়েলগঞ্জে কমিউনিটি ৫১ক্লিনিকের চিকিৎসকরা | চ্যানেল খুলনা

করোনা যুদ্ধে থেমে নেই মোড়েলগঞ্জে কমিউনিটি ৫১ক্লিনিকের চিকিৎসকরা

বাগেরহাট প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা যুদ্ধেও থেমে নেই বাগেরহাটের মোড়েলগঞ্জে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) চিকিৎসকরা। ৫১টি কমিউনিটি ক্লিনিকের ৫০ জন চিকিৎসক নমুনা সংগ্রহে প্রতিনিয়ত কাজ করছেন।

শনিবার সরেজমিনে উপজেলার খাউলিয়া ইউনিয়নের অজোপাড়াগায়ের বানিয়াখালী একটি গ্রাম। ইট সলিংএর দেড় কিলোমিটার পায়ে হেটে পরবর্তীতে কাদামাটি। কিছুদূর হাট না হাঠতেই দেখা মিলছে বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিক। জরার্জীণ পরিত্যক্ত একটি ভবন। পাশে রয়েছে অস্থায়ী ভিত্তিকে টিন শেটের কাঠের একটি ঘর। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এ গ্রামীন জনপদের ১৮ হাজার মানুষের স্বাস্থ্য সেবা।

কথা হয় দায়িত্বরত ওই কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক (সিএইচসিপি) মো. আবু বকর সিদ্দিকের সাথে তিনি জানান, ২০০০ সালে এ কমিউনিটি ক্লিনিকটি স্থাপিত হয়। ২০১৪ সালে ভবনটির পলেস্তরা খসে খসে পড়ে মারাত্মক ঝুঁকিপূর্ন হয়ে পড়ে। এর পরপরই সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় এ ভবনটিকে।

সেবা নিতে আসা রোগীদের অন্যের বাড়িতে বসে সেবা দিতে হয়েছে। ২০১৮ সালে স্থানীয় জমিদাতা নূরুল ইসলাম হাওলাদার, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের সহযোগীতা ও সিএইচসিপি’র নিজ বেতনের টাকায় একটি টিন সেট ঘর তুলে চিকিৎসা সেবা দিচ্ছেন আবু বকর। করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তিনি শুধু নয় এ উপজেলায় ৫১ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’রা ইউনিয়ন পর্যায়ের গ্রামগুলোতে করোনা সচেতনতায় লকডাউন নমুনা সংগ্রহেও ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, ৩টি ওয়ার্ডের সমন্বয়ে বড়পরী, ধানসাগর, ছোট পরী ও বানিয়াখালী গ্রামে ১৮ হাজার মানুষের প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে একমাত্র ভরসা এ কমিউিনিটি ক্লিনিক। কেন্দ্রটিতে প্রতিনিয়ত ৫০/৬০ জন রোগী চিকিৎসা নিতে আসে। এখানে রয়েছে এফডব্লিউ আসমা আক্তার জান্নাতি তিনি সপ্তাহে ২দিন আসে, স্বাস্থ্য সহকারি পদটি ২০১৩ সাল থেকে শূন্য রয়েছে। শুধুমাত্র একজন সিএইচসিপি দ্বারা প্রতিনিয়ত মিলছে চিকিৎসা সেবা।

কমিউনিটি ক্লিনিকের কিশোরী সদস্য আবু নাইম ও এমদাদুল খান বলেন, দীর্ঘদিনের এ ঝুঁকিপূর্ন পরিত্যক্ত ভবনটি নতুন করে নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

এ সর্ম্পকে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, উপজেলার ১৬টি ইউনিয়নের ৫১ টি কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপিদের প্রশিক্ষণ দিয়ে নমুনা সংগ্রহের জন্য শ’ শ’ গ্রামে টিম ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে হোগলাবুনিয়া ও চিংড়াখালীতে ১৪ জনের নমুনা সংগ্রহ করছেন মেডিকেল অফিসারের সমন্বয়ে সিএইচসিপিরা। পরিত্যক্ত কমিউনিটি ক্লিনিকগুলোর সর্ম্পকে বলেন, ২০টি অতিব ঝুঁকিপূর্ন ভবনের তালিকা করে ইতোমধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। গত বছরে ১৪টি নির্মানাধীন কমিউনিটি ক্লিনিকের কাজ চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের চিত্র প্রদর্শন ও আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।