চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে গত ২৬ মার্চ থেকে দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে বন্ধ করে দেওয়া হয় সকল দোকানপাট। আর এতে ভোগান্তিতে পড়তে হয় নিম্নআয়ের মানুষদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুদ্রনীল সিংহ শুভ, কুয়েট এলাকার আশেপাশে ভ্যান-রিকশাচালক, অসচ্ছল দোকানদার, ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে (৩১ শে মার্চ) কুয়েট অধীনস্থ খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক, সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপদগ্রস্ত পরিবারকে আগামী তিন দিনের খাবার ব্যবস্থা হিসাবে চাল, ডাল, পেয়াজ, আলু, মরিচ, তেল, ও সাবান বিতরণ করা হয়েছে , এসময় অসুস্থ, দুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয় । বিতরন কার্যক্রমে উপস্থিত থেকে বিতরণ করেন কুয়েট ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুদ্রনীল সিংহ শুভ, ইসতিয়াক রাজ, মেহেদী হাসান পান্থ, ইমরান সাকিব ইমু ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। ছাত্রলীগের এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।