করোনাভাইরাস শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানান ধরনের নির্দেশনা এসেছে। রবিবার (২৮ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণেও করোনারোধে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।নতুন করে করোনা সংক্রমণের তীব্রতা বৃদ্ধির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেহেতু করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার দেখা গেছে ও এই ভাইরাসটাও আবার ভিন্ন ভিন্নভাবে এসেছে। তাই আমাদের ঠিক আগের মতো বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এই প্রাদুর্ভাব কত দিন থাকবে, আমরা জানি না। তার জন্য আমাদের প্রস্তুতিটা থাকতে হবে।’
১. মাস্ক ছাড়া বাইরে যাওযা যাবে না
২. সামাজিক দূরত্ব মেনে চলতে হবে
৩. প্রত্যেকটি সভা বা সিম্পোজিয়াম, সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা সামাজিক দূরত্ব মেনে করতে হবে
৪. যত দূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে।
এ সময় করোনার টিকাদান কর্মসূচি চলবে বলও তিনি উল্লেখ করেন।