সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
করোনা সংক্রমন রোধে যশোরে জীবাণুনাশক বুথ স্থাপন | চ্যানেল খুলনা

করোনা সংক্রমন রোধে যশোরে জীবাণুনাশক বুথ স্থাপন

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : বিশ্বের প্রতিটি দেশ কাঁপছে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে। করোনা রুখতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়েছে নানামুখী উদ্যোগ। তেমনি ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে যশোর সেনাবাহিনীর সদস্যরা। শহরের দড়াটানায় নির্মাণ করেছেন ‘জীবাণুনাশক বুথ’। মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে পথচারীদের নিজের শরীরকে জীবাণুমুক্ত করার জন্য স্থাপন করা হয়েছে এই বুথ। বুথের ভিতরে প্রবেশ করলেই সারা শরীর জীবাণুনাশক পানি দিয়ে জীবাণুমুক্ত হবে।
যশোর শহরের মানুষদের জীবাণুমুক্ত রাখতে ভিন্নধর্মী এই জীবাণুনাশক বুথ তৈরি করা হয়েছে।
এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউল আরিফ।
তথ্য সূত্রে জানা যায়, জীবাণুনাশক বুথটি লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। বুথের চারপাশে করোনার
বিভিন্ন সতর্কবার্তা ব্যানার দেওয়া হয়েছে। বুথটি ১৫ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া। উচ্চতা সাড়ে সাত ফুট । তাতে ১২টি করে চারমুখী পাইপ রয়েছে। সেই পাইপের সঙ্গে যুক্ত রয়েছে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক। তাতে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মেশানো রয়েছে। এটি জীবাণুনাশক হিসাবে কাজ করছে। কেউ এই বুথ দিয়ে হেঁটে গেলে বা তিন চাকার গাড়ি- মোটরসাইকেল-রিকশা জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করা হবে। এ সম্পর্কে যশোর ক্যান্টমেন্ট ৩৭ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান জানান, করোনায় সারা বিশ্ব সংকটে রয়েছে। এ অবস্থায় ভাইরাস থেকে সুরক্ষায় ঘরে বন্দি মানুষ। অনেকেই জরুরি কাজে বাড়ি থেকে বের হচ্ছেন। এতে অনেকেই জীবাণুতে আক্রান্ত হওয়ার শঙ্কাই থাকে। জীবাণুনাশক বুথ তৈরি করা হয়েছে জীবাণুনাশক ছিটিয়ে মানুষকে করোনার কবল থেকে বাঁচাতে। এটি সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে।
জেলা প্রশাসক মো. শফিউল আরিফ জানান, জীবাণুনাশক বুথের ভিতরে প্রবেশ করলে শরীরে কোনো জীবাণু থাকলে সেটা জীবাণুমুক্ত হবে। করোনায় জেলা প্রশাসন জনসাধারণকে নির্দেশনা দিচ্ছে যেন ঘর থেকে বাহির না  হওয়ার। তারপরেও অনেকেই জরুরি কাজে ঘর থেকে শহরে আসছে তাদের জন্য এই জীবাণুনাশক বুথ নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, জীবাণুনাশক বুথ ব্যয় সাপেক্ষ। করোনা প্রাদুর্ভাব না কমলে শহরের বিভিন্ন সড়কে আরও এ বুথ বসানোর উদ্যোগ নেওয়া হবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় সাংবাদিকের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মত বিনিময়

যশোরের শার্শায় অনিয়মের অভিযোগে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নো-ম‍্যান্সল‍্যান্ডে অস্থায়ী শহীদ মিনারে দু-বাংলার ভাষাপ্রেমীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

দৈনিক যশোর বার্তা’র মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে আসছে ভারতীয় মুসল্লি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।