চ্যানেল খুলনা ডেস্কঃআবারও প্রতিবেশী দেশ ভারত থেকে শিল্পী সম্মাননা পেলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান। একই সাথে তার গাওয়া গানের একটি এ্যালবাম-এর মোড়ক উন্মোচন করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সুজিত বসু ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের হেড অব চ্যান্সারি কাউন্সিলর বি এম জামাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন।
কলকাতা থেকে মোবাইল ফোনে ডাঃ গাজী মিজানুর রহমান জানান, আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে কলকাতায় অনুষ্ঠিত হলো ‘দুই বাংলার শরৎ উৎসব’। গত বৃহস্পতিবার বিকেলে কলকাতার মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ সভাগৃহে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। উৎসবে যোগ দেন দুই বাংলার শিল্পী আর বিশিষ্টজনেরা। উৎসব আয়োজন করেছে এসটিএম ক্যাসেট ও সিডি কোম্পানি। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ১৫টি অডিও সিডির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের লালন একাডেমির প্রশিক্ষক আঃ গোলাম কুদ্দুস, লালন সাধক এনাম সাঁই, ডাঃ গাজী মিজান, মানজারুল ইসলাম, মোঃ কবিরুল ইসলাম, শেখ শামীম আহমেদ এবং কলকাতার কবি অরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, শিল্পী স্বপন কুমার কর, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখার্জি, আবৃত্তিকার দেবাশিস বসু, সুরকার বাপী দত্ত রায় এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের হেড অব চ্যান্সারি কাউন্সিলর বি এম জামাল হোসেন। কলকাতা থেকে ডাঃ গাজী মিজানের ২৬টি গানের এ্যালবাম বের হলো।