সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কলারোয়ায় করোনাভাইরাসের প্রভাবে ভাল নেই মধ্যবিত্তরা | চ্যানেল খুলনা

কলারোয়ায় করোনাভাইরাসের প্রভাবে ভাল নেই মধ্যবিত্তরা

আরিফুল হক চৌধুরীঃ করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। স্থবির হয়ে আছে সংক্রমিত এলাকাগুলো। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। উপার্জনের পথ বন্ধ অধিকাংশ মানুষেরই। জমানো টাকা খরচ করে খাচ্ছেন পরিবারগুলো। প্রতিদিন অর্থ খরচ হচ্ছে কিন্তু উপার্জন নেই। খেটে খাওয়া মানুষেরা ত্রাণসামগ্রী পেলেও গ্রামের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে দাঁড়িয়ে থেকে বা ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করা অসম্ভব। ফলে যত দিন যাচ্ছে তাদের কপালে চিন্তার ভাঁজ তত গভীর হচ্ছে! সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকেই সরকারের নির্দেশনায় সমগ্র দেশে প্রায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে কলারোয়া উপজেলাটি। এসব এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল সীমিত রয়েছে। নিত্যপণ্যের দোকান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকছে। এরপর শুধু ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ রয়েছে। এমন পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার এ সব এলাকার মধ্যবিত্ত মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে সরেজমিনে ঘুরে জানা গেছে। করোনা ভাইরাসের আতঙ্কের সঙ্গে আর্থিক ক্ষতির চিন্তায় রয়েছেন তাদের অধিকাংশ। শুক্রবার মধ্যবিত্ত বেশ কয়েকটি পরিবারের সঙ্গে আলাপে এমন তথ্যই উঠে আসে। মধ্যবিত্ত এসব পরিবারের মধ্যে তৈরি পোশাকের দোকানি, পুস্তক ব্যবসায়ী, কনফেকশনারি দোকানি, হার্ডওয়ার ব্যবসায়ী, কসমেটিকস ব্যবসায়ী, দুগ্ধজাত খামার, প্রাইভেট শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা আগামীর জীবন নিয়ে বেশ চিন্তিত রয়েছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলারোয়ার এক গরুর খামার মালিক জানান , বেশ ভালোই চলছিল তার খামার। গরু মোটাতাজাকরণের পাশাপাশি দুগ্ধজাত গরুও রয়েছে তার খামারে। তিন বছরে আসা খামারটিতে কেবল লাভের মুখ দেখা শুরু করেছিলেন তিনি। কিন্তু করোনা ভাইরাসের কারণে দুগ্ধ বিক্রি করতে পারছেন না। আগে বিভিন্ন মিষ্টির দোকানের সঙ্গে চুক্তি ছিল। তারা প্রতিদিন এসে দুধ নিয়ে যেতো। ১৫ থেকে ২০ কেজি দুধ প্রতিদিন বিক্রি করতেন তিনি। কিন্তু এখন সব বন্ধ রয়েছে। নামমাত্র মূল্যে গ্রামের সাধারণ ভোক্তাদের কাছে দুধ বিক্রি করতে হচ্ছে তাকে। ফলে দুধ বিক্রির টাকায় গরুর খাবারই ঠিকমত হচ্ছে না। ফলে ঘরে জমানো টাকা খরচ করেই খেতে হচ্ছে এখন।’এক তৈরী পোষাক দোকানের মালিক বলেন, ‘করোনা ভাইরাসের কারণে গত প্রায় এক মাস ধরে আমার দোকান বন্ধ রয়েছে। দোকানের আয়ের ওপর বেশ ভালোই চলছিলো আমার সংসার। তবে দোকানের আয়ের ওপর ভালো ছিলাম। কিন্তু এখন ঘরে বসে থাকতে হচ্ছে। অসহায়-দরিদ্র মানুষকে বিভিন্ন সময় নিজেই সহযোগিতা করেছি। কিন্তু এখনতো নিজেই বিপদে পড়ে গেছি। আয় রোজগার বন্ধ। কিন্তু মুখতো বন্ধ না! একটা চাপা যন্ত্রণা অনুভব করছি প্রতিনিয়ত।’ স্থানীয় একাধিক কোচিং সেন্টার এর শিক্ষক বলেন, লেখাপড়া শেষ করে চাকুরী না হওয়ায় পেশা হিসেবে একটু ভালো থাকার জন্যে কোচিং করাতাম। সংসার চালানোর জন্য এভাবে কোচিং সেন্টার চালিয়ে সংসার ভালই চলছিল। এ অবস্থা চলতে থাকলে আগামী দিনগুলোতে সত্যিকার অর্থেই বিপদে পড়ে যেতে হবে। খেটে খাওয়া মানুষেরা সহজেই খাদ্য সহযোগিতা পেয়ে যাবে। কিন্তু আমাদের মতো অসংখ্য মানুষের কষ্টটা বাইরে থেকে বোঝা যাবে না। আর লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেওয়ার মতো পরিস্থিতিও তো আমাদের নেই।’সমাজের এ শ্রেণীটা অর্থাৎ মধ্যবিত্ত মানুষের প্রত্যাশা খুব বেশি নয়। শুধু সম্মানের সঙ্গে একটু খেয়ে-পরে বাঁচাটাই এদের জীবন। সমাজের এ পরিবারগুলো সাধারণ একটা শ্রেণির কাছে অনুসরণীয়। যাদের সম্মানের চোখেই দেখে সমাজ। কিন্তু বর্তমানের এ পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে এ পরিবারগুলো। করোনা পরিস্থিতিতে অসংখ্য খেটে খাওয়া, দিনমজুর, দরিদ্র মানুষেরা ত্রাণসামগ্রী পাচ্ছেন। বিভিন্ন মাধ্যম থেকে এ খাদ্যসামগ্রী পেয়ে তারা কিছুটা দিন অন্তত নিশ্চিন্তবোধ করলেও সমাজের মধ্যবিত্ত শ্রেণির কপালে জেগে উঠেছে চিন্তার গভীর ভাঁজ। কবে নিয়ন্ত্রণে আসবে করোনা পরিস্থিতি? নাকি দীর্ঘমেয়াদী এ সঙ্কট বিরাজ করবে। তাতে করে আগামী দিনগুলো পরিবার-পরিজন নিয়ে ঠিক মতো খেয়ে-পরে টিকে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেন এমন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। তবে তারা দু:খ করে বলেছেন, শুনেছি বাড়ীতে ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে কিন্তু এখন পর্যন্ত আমরা কোন সহযোগিতা পায়নি। আমরা মধ্যবিত্তরা যেন খাদ্য সহায়তা পাই, এই জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাতক্ষীরায় সংলাপ

তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।